আপনজন ডেস্ক: শনিবার কংগ্রেস অভিযোগ করেছে মণিপুরের বিজেপি সরকার গত বছরের জুলাই মাসে কুকি জো জঙ্গি সংগঠনকে ৬.২৭ কোটি টাকা দিয়েছিল।
মণিপুর কংগ্রেসের সভাপতি কেইশাম মেঘাচন্দ্র এক সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন, সাসপেনশন অফ অপারেশনস (এসওও) চুক্তিতে স্বাক্ষরকারী হামার পিপলস কনভেনশনকে (গণতান্ত্রিক) এই অর্থ দেওয়া হয়েছিল, যদিও রাজ্য সরকার ২০২৩ সালের ফেব্রুয়ারিতে এই চুক্তি থেকে সরে এসেছিল।
২০১৩ সালে কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন এইচপিসি-ডি মণিপুর সরকারের সঙ্গে এসওও চুক্তি স্বাক্ষর করে। চুক্তিতে উল্লিখিত শর্ত অনুযায়ী, এইচপিসি-ডি জওয়ানদের আগ্নেয়াস্ত্র ছাড়া রাজ্যের যে কোনও জায়গায় অবাধে চলাফেরার অনুমতি দেওয়া হবে। নিরাপত্তা বাহিনী এসওওর শর্তাবলী লঙ্ঘন না করলে তার সদস্যদের বিরুদ্ধে কোনও অভিযান চালাবে না। মেঘচন্দ্র বলেন, রাজ্য সরকার ২০২৪ সালের জুলাই মাসে হামার পিপলস কনভেনশনকে (গণতান্ত্রিক) একটি চেকের মাধ্যমে ৬.২৭ কোটি টাকা দিয়েছিল, যদিও রাজ্য সরকার আগেই জানিয়েছিল যে তারা এসওও থেকে সরে এসেছে। এর আগে রাজ্য মন্ত্রিসভায় সাসপেনশন অফ অপারেশন থেকে সরে আসার প্রস্তাব গৃহীত হয়েছিল। আবার ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি মণিপুর বিধানসভা কেন্দ্রের কাছে কুকি জো জঙ্গিদের নিয়ে এসওও বাতিল করার আহ্বান জানানোর সিদ্ধান্ত নেয়। এসওও থেকে টাকা তুললেও যে টাকা দেওয়া হয়েছে, তা কেন্দ্রীয় সরকারের নয়, রাজ্য সরকারের। মেঘাচন্দ্র বিস্ময় প্রকাশ করে বলেন, যখন ‘এতগুলি হত্যাকাণ্ড ঘটছে’ তখন কেন এই গোষ্ঠীটিকে এত বিপুল পরিমাণ অর্থ দেওয়া হল। মণিপুর কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে জাতিগত সহিংসতায় কেঁপে উঠেছে, যার ফলে ২০২৩ সালের মে মাস থেকে ২৫০ জনেরও বেশি লোক মারা গেছে এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে।
এর আগে কংগ্রেস ২০২২ সালে এসওও স্বাক্ষরকারী গোষ্ঠীগুলিকে নির্দেশিকা লঙ্ঘন করে ২৭.৩৮ কোটি টাকা দেওয়ার অভিযোগ তুলেছিল। মেঘাচন্দ্র বলেন, সিএজি বিষয়টি তদন্ত করছে। মেঘাচন্দ্রের অভিযোগ মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংও পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন। মেঘচন্দ্র সিং বলেন, মুখ্যমন্ত্রী প্রথমে গোয়েন্দা ব্যর্থতা এবং আইনশৃঙ্খলা ভেঙে পড়াকে পরিস্থিতির জন্য দায়ী করেছিলেন। তবে সম্প্রতি বিজয় দিবস উদযাপনের সময় বীরেন সিং দাবি করেছেন যে গত ১৫ মাস ধরে তিনি গোয়েন্দা রিপোর্ট পাননি। তার কাছে যদি গোয়েন্দা রিপোর্ট না পৌঁছায়, তার দায় রাজ্যের স্বরাষ্ট্র দফতরের বলে মেঘচন্দ্র সিং প্রশ্ন তোলেন। এজেন্সিগুলি কেন্দ্রকে ভুল তথ্য সরবরাহ করছে বলে মুখ্যমন্ত্রীর বক্তব্যে অসঙ্গতি নিয়েও প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct