আপনজন ডেস্ক: সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু শনিবার ২০২৫ সালের হজ যাত্রার জন্য দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের জন্য সৌদি আরবে পাঁচ দিনের সফর শুরু করেছেন, যেখানে ভারত ১০,০০০ তীর্থযাত্রীর জন্য অতিরিক্ত কোটা চাইছে। সোমবার সৌদি আরবের মন্ত্রী তৌফিক বিন ফাওজান আল রাবিয়ার সঙ্গে বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।
রিজিজু বলেন, হজ ২০২৫ নিয়ে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর এবং আমাদের দুই মহান দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করতে আমি সৌদি আরব সফরের অপেক্ষায় রয়েছি। রিজিজু সৌদি পরিবহন ও লজিস্টিক সার্ভিসেস মন্ত্রী সালেহ আল জাসেরের সাথেও সাক্ষাত করবেন এবং তার সাথে হজ ফ্লাইট পরিচালনা এবং তীর্থযাত্রা সম্পর্কিত বাস ও ট্রেন পরিষেবা নিয়ে আলোচনা করবেন। রিজিজু ভারতীয় হজযাত্রীদের দ্বারা ব্যবহৃত জেদ্দা হজ টার্মিনালও পরিদর্শন করবেন, যেখানে সরকার সুবিধার জন্য একটি অফিস স্পেস উৎসর্গ করেছে। কিছু ভারতীয় তীর্থযাত্রী ট্রানজিটের জন্য জেদ্দা বিমানবন্দর টার্মিনাল ওয়ান ব্যবহার করেন, যেখানে উচ্চ গতির রেল পরিষেবাও রয়েছে। ২০২৫ সালের জন্য ভারতের হজ কোটা সৌদি আরব ১,৭৫,০২৫ জন নির্ধারণ করেছে এবং সরকার এই বছরের তীর্থযাত্রার জন্য অতিরিক্ত ১০,০০০ কোটা চাইছে।
রিজিজু মদিনা সফর করবেন, যেখানে তিনি কুবা ও কুবলাতাইন মসজিদ পরিদর্শন করবেন। সফরকালে তিনি বাদশাহ সালমানের উপদেষ্টা প্রিন্স খালিদ আল ফয়সাল বিন আবদুল আজিজ আল সৌদ, মক্কা অঞ্চলের গভর্নর ও কেন্দ্রীয় হজ কমিটির চেয়ারম্যান এবং মদিনার গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। উল্লেখ্য, ভারতের জন্য বরাদ্দকৃত মোট হজযাত্রী কোটার ৭০ শতাংশ ভারতের হজ কমিটি পরিচালনা করবে ও বাকি ৩০ শতাংশ বেসরকারি হজ পরিবহণ সংস্থার জন্য বরাদ্দ করা হবে।
২০২৪ সালে হজ কমিটি ৮০ শতাংশ এবং বেসরকারি হজ পরিবহণ সংস্থা ২০ শতাংশ কোটা পেয়েছিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct