আপনজন ডেস্ক: বাংলাদেশের বর্তমান সরকার পরিকল্পিতভাবে যুদ্ধ বাধানোর চেষ্টা করছে বলে মারাত্মক অভিযোগ করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। শনিবার কলকাতা পৌর সংস্থায় একটি স্মরণসভা অনুষ্ঠানে এসে এই অভিযোগ করলেন বর্ষীয়ান তৃণমূলের শ্রমিক নেতা ও মন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের ইউনুস সরকার নিজেই একটা ভালো জায়গায় নেই। তারা তাদের দেশের মানুষের আস্থা হারাচ্ছে। তাদের অনাস্থার মুখ ঘোরানোর জন্য তারা উগ্রপন্থীদের দিয়ে উস্কানি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করলেন রাজ্যের কৃষি মন্ত্রী। তিনি বলেন, আমাদের সীমায় যদি আমরা কাঁটা তাঁরের বেড়া দিই তাদের কি? আমরা তো তাদের জমিতে গিয়ে তো কিছু করছি না। এদিন তিনি অভিযোগ করে বলেন যে বাংলাদেশের ঘটনায় কিছু কিছু দেশের ইন্ধন আছে বলে আমার মনে হয়। তার দাবি বাংলাদেশের ঘটনায় ভারত সরকারকে আরো পজিটিভ পদক্ষেপ নেওয়া উচিত। একেবারে নীরবতা পালন করে ভারতবর্ষের সরকার দেশের মানুষের মনের মধ্যে একটা আঘাত আনছে। বিশেষ করে বাংলার মানুষের মনে একটা আঘাত আসছে বলে অভিযোগ করলেন রাজ্যের কৃষি মন্ত্রী। তার দাবি একটা অ্যাকশন থাকা উচিত। তার জন্য রাষ্ট্রপুঞ্জ আছে। যেখানে যাওয়ার সুযোগ আছে। তার অভিযোগ আসলে বাংলাদেশের বর্তমান সরকারের একটা অস্তিত্ব সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই তারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এই ধরনের রাস্তা বেছে নিচ্ছে। তাদের দেশে খাওয়া দাওয়া সহ যাবতীয় বিষয়ের একটা ক্রাইসিস চলছে।
তাই তাদের দেশের মানুষের এই সংকটের পরিস্থিতি থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত কাজ করছে বলে অভিযোগ করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct