সাইফুল লস্কর, বারুইপুর, আপনজন: পশ্চিমবঙ্গে সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরের সহযোগিতা ও তত্বাবধানে দক্ষিণ ২৪ পরগণা জেলা মাদ্রাসা গেমস্ এন্ড স্পোর্টস উপলক্ষ্যে দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদের কনফারেন্স হলে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এবারের ১৫তম জেলা ক্রীড়া প্রতিযোগিতায় জেলার ৫৪ টি হাই ও সিনিয়র মাদ্রাসা একটি ইংলিশ মিডিয়াম মাদ্রাসা ৫৯ টি এমএসকে ও ২৯ টি সরকার অনুমোদিত আন অ্যাডেড মাদ্রাসার ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। জেলা স্তরের প্রতিযোগিতায় সফলরা রাজ্যস্তরের প্রতিগোগীতায় অংশগ্রহণ করবে।এদিনের আলোচনা সভায় জেলার ক্রীড়ায় অংশগ্রহণকারী প্রতিযোগী ও প্রতিযোগিনীদের যোগ্যতা বয়স নিয়মকানুন স্পষ্ট করে দেওয়া হয়। ১৫তম জেলা মাদ্রাসা গেমস্ এন্ড স্পোর্টস এর স্থান ঠিক হয় ডায়মন্ড হারবার এস ডি ও প্রাঙ্গণে যার দিন ঠিক হয় ২০ ও ২১শে জানুয়ারি ২০২৫। এদিনের আলোচনায় উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক সানি মিশ্র মহাশয়, জেলা পরিষদের শিক্ষা কর্মাদ্যক্ষ মাননীয়া হাসনা বাণু মহাশয়া, এ ডি আই জয়ন্তী জানা মহাশয়া, এ আই সোমদত্তা মিত্র দাশগুপ্ত মহাশয়া,ডোমা প্রতিনিধি এস আই দীপক ভঞ্জ মহাশয় । ক্রীড়া সম্পর্কে সম্মানীয় আধিকারিকগণের প্রত্যেকেই গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন এবং সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।জেলা মাদ্রাসা ক্রীড়া কমিটির পক্ষ হতে উপস্থিত বিভিন্ন মাদ্রাসার প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধিদের হাতে খেলার এলিজিবিলিটি ফর্ম ও গাইড লাইন প্রদান করা হয় । আলোচনায় ঠিক হয় ছাত্রছাত্রীদের এলিগিবিলিটি ফর্ম পূরণ করে সেগুলো জেলার সাব ডিভিশন ভিত্তিক দায়িত্ব প্রাপ্ত শিক্ষকদের নিকট ১৭ই জানুয়ারি ২০২৫ এর মধ্যে জমা করতে হবে,আলোচনায় তাঁদের নাম ও ফোন নম্বর জানিয়ে দেওয়া হয় । বক্তব্য রাখেন ক্রীড়া কমিটির সদস্য আবু সুফিয়ান পাইক,শেখ মঞ্জুর আহমেদ, তৌহিদ আহমেদ , রেজাউল ইসলাম, বাবুলা সরদার,মশিউর রহমান লস্কর সুদাম হালদাররা। প্রত্যেকেই বিগত বছরের ন্যায় এবছরও জেলার গৌরব ও সম্মান ধরে রাখার কামনা করেন।
ক্রীড়া কমিটির অন্যতম সদস্য তৌহিদ আহমেদ ও শেখ মঞ্জুর আহমেদ জানান প্রতিযোগীরা ডায়মন্ড হারবার এস ডি ও প্রাঙ্গণের লাকি মাটি ছুঁয়ে সফল হয়ে তারা রাজ্য স্তরেও সফল হবে এবং জেলার মুখ উজ্জ্বল করবে। আবু সুফিয়ান পাইক ক্রীড়া কমিটির প্রত্যেক সদস্যকে দায়িত্ব পালন করার মধ্য দিয়ে ক্রীড়া সফল করার আহ্বান জানান।এদিনের আলোচনা সভায় অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক দেলয়ার হোসেন, শিক্ষক তাজামুল হোসেন, মাহিনুর খান সফিউল্লাহ রাজ,জয়নাল আবেদীন, রেজাউল ইসলাম খান, সুদাম হালদার ,পার্থ প্রামাণিক, ইয়ারব গাজী, জিয়াউল হক, হাবিবুল্লাহ, অভিষেক গায়েন,আলমগীর, শেখর মন্ডল প্রমুখ । অনুষ্ঠান শেষ হয় সম্মানীয়া সোমদত্তা মিত্র দাশগুপ্ত মহাশয়ার ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct