আপনজন ডেস্ক: গোটা বিশ্ব এখন ঝুঁকছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দিকে। বহুজাতিক সংস্থাগুলো মানবসম্পদের উপর নির্ভরতা কমাতে এআই প্রযুক্তি ব্যাপক হারে ব্যবহার করতে চলেছে। এই প্রযুক্তিনির্ভর প্রবণতা বাড়ছে কর্মী ছাঁটাইয়ের সংখ্যা। কাজ হারাচ্ছেন হাজার হাজার মানুষ। আর তাতেই বাড়ছে চিন্তা।
এই আবহে এবার ব্লুমবার্গ ইন্টেলিজেন্সের তরফে জানান হয়েছে, বর্তমানে ওয়াল স্ট্রিট ব্যাংকগুলি এআই প্রযুক্তি গ্রহণ করেছে। আর তারজেরেই আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে একধাক্কায় কাজ হারাতে চলেছেন কমপক্ষে ২ লাখ কর্মী। এই কর্মী ছাঁটার জেরে প্রাথমিকভাবে ব্যাক-অফিস এবং মিডল-অফিসে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। একথায় বলা যায়, যেখানে আর্থিক কাজকর্ম করা হয় সেখানেই বেশি পরিমাণে হতে চলেছে এই কর্মী ছাঁটাই। কারণ, এআই মানুষের ক্ষমতাকে ছাড়িয়ে দ্রুত গতিতে কাজ করতে সক্ষম। সেইজন্য এই সকল বিভাগে কাজ হারাতে চলেছেন কর্মীরা। ব্লুমবার্গ ইন্টেলিজেন্সের এক অভিজ্ঞ বিশ্লেষক টমাজ নোয়েটজেল জানিয়েছেন, ‘এআইয়ের জন্য আগামীদিনে বেশ কিছু পরিবর্তন হতে চলেছে। ব্যাঙ্কিং ক্ষেত্রে কাজ হারাতে চলেছেন কর্মীরা। সিটিগ্রুপ, জেপি মরগান এবং গোল্ডম্যান স্যাকসের মতো বড় প্রতিষ্ঠানগুলোতে ৫ থেকে ১০ শতাংশ কর্মী ছাঁটাই হতে পারে।’ একথায় বলা যায়, এআইয়ের জন্য ব্যাংকিং ক্ষেত্রে আগামী দিনে কাজ হারাতে পারেন ৫৪ শতাংশ মানুষ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct