আপনজন ডেস্ক: এক স্কুলশিক্ষার্থীর মৃত্যুর জের ধরে চীনের উত্তর-পশ্চিমের এক শহরে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আজ শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ওই বিক্ষোভ ও সংঘর্ষের ভিডিও-ফুটেজ দেখা গেছে। সংঘর্ষে আহত হয়েছেন পুলিশসহ অসংখ্য বিক্ষোভকারী। চীনের শানসি প্রদেশের পুচেং শহরে অবস্থিত পুচেং কারিগরি স্কুলের ছাদ থেকে গত ২ জানুয়ারি রহস্যজনকভাবে নিচে পড়ে মারা যায় ১৭ বছরের ডাং চাংসিন। ডরমেটরি ভবনের নিচে তার লাশ পড়ে থাকতে দেখে ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে।
স্কুল কর্তৃপক্ষ দাবি করে, নববর্ষের রাতে ছেলেটি বন্ধুদের সঙ্গে ঝগড়া-তর্কের পর আত্মহত্যা করেছে। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে থাকে যে, ওই ছাত্রে মৃত্যুর ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়েছে।
গত এক সপ্তাহ ধরেই এ নিয়ে শহরটিতে বিক্ষোভ চলছিল। তবে তাতে কোনো বাধা দেয়নি কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার ভোরে ওই বিক্ষোভ দমনে মাঠে নামে পুলিশ। তাতেই বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে দেখা যায়, কিছু বিক্ষোভকারীকে পুলিশ মারধর করার পর পুলিশ ও অফিসারদের দিকে ইট-পাটকেল-পানির বোতল ছুঁড়ে মারে তারা। এতে একজন পুলিশ কর্মকর্তার মাথা ফেটে রক্ত বেরুচ্ছে।
চীনে জনসাধারণের বিক্ষোভ বিরল হলেও অস্বাভাবিক নয়। যদিও পুচেংয়ে বিক্ষোভের বিষয়ে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম নীরব। এরইমধ্যে বিক্ষোভের যেকোনো ক্লিপ সোশ্যাল মিডিয়া থেকে সেন্সর করা হয়েছে। কিন্তু চীন থেকে বেশ কয়েকটি ভিডিও ফাঁস হয়ে এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct