আপনজন ডেস্ক: গাজায় চলমান গণহত্যা বন্ধ, ফিলিস্তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার দাবিতে ওয়াশিংটন ডিসির মার্কিন সিনেটের হার্ট অফিস ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছে ‘ডক্টরস অ্যাগেইনস্ট জেনোসাইড’ নামে এক সংগঠন।
যুক্তরাষ্ট্রের এই চিকিৎসকরা, গাজায় তাদের সহকর্মীদের সুরক্ষার আহ্বান জানাতে এবং সিনেটরদের সঙ্গে সাক্ষাৎ করতে তারা এ উদ্যোগ নিয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।
বিক্ষোভ থেকে চিকিৎসকদের দলটি উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়ার মুক্তির দাবি জানিয়েছে। গত ২৭ ডিসেম্বর ইসরাইলি বাহিনীর অভিযানের সময় তাকে আটক করা হয়েছিল, ওই অভিযানে হাসপাতালটি ধ্বংস হয়ে যায়।
৮ জানুয়ারি অনুষ্ঠিত এই বিক্ষোভে ওয়াশিংটন ডিসির হার্ট সিনেট ভবনে যুক্তরাষ্ট্রের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের এই দলটি গাজা অঞ্চলের উত্তরাংশে চলমান স্বাস্থ্য সংকট নিয়ে নিজেদের উদ্বেগ তুলে ধরেন তারা।
‘ডক্টরস অ্যাগেইনস্ট জেনোসাইড’ গাজার হাসপাতালে এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বিদ্যমান গুরুতর পরিস্থিতির উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি সহায়তার আহ্বান জানান। এছাড়া সংগঠনটি গাজার স্বাস্থ্যব্যবস্থার তীব্র সংকট এবং সেখানে চিকিৎসা সেবা গ্রহণে সীমাবদ্ধতার বিষয়গুলো আলোচনা করেন। সংগঠনটি বিভিন্ন দেশে চলমান সংঘাত এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। সমাবেশে অংশগ্রহণকারীরা যুদ্ধক্ষেত্রে নিরীহ মানুষের ওপর চালানো সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, গণহত্যার মতো অপরাধের বিরুদ্ধে বিশ্বজুড়ে চিকিৎসকরা একতাবদ্ধভাবে কাজ করতে চান। তারা এসব অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct