আপনজন ডেস্ক: ফের পশ্চিমবঙ্গ সফরে আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে সংগঠনের সম্প্রসারণ নিয়ে আলোচনা করতে ৭ ফেব্রুয়ারি থেকে পশ্চিমবঙ্গে তিনি ১০ দিনের সফর শুরু করবেন। কলকাতায় প্রথম পাঁচ দিন মোহন ভাগবত আরএসএস নেতা এবং স্থানীয় প্রভাবশালীদের সঙ্গে বৈঠক করবেন, যার লক্ষ্য সংগঠনের কাঠামো শক্তিশালী করা এবং তার পরিচালনাগত সাফল্য নিশ্চিত করা।
১১ ফেব্রুয়ারি ভাগবত দক্ষিণবঙ্গের জেলাগুলি সফর শুরু করার আগে বিরতি নেবেন। মোহন ভাগবত বর্ধমান-সহ একাধিক জেলায় যাবেন, সেখানেই ১৬ ফেব্রুয়ারি তাঁর একমাত্র জনসভা করার কথা। আরএসএসের আঞ্চলিক নেতা, স্থানীয় কর্মী এবং বর্ধমান ও সংলগ্ন এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও দেখা করবেন তিনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct