এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: পার্কসার্কাসে সরকার পোষিত মডার্ন স্কুলে ভর্তিতে ১৬০০ টাকা করে যে ডোনেশন নেওয়া হচ্ছিল তা প্রত্যাহার করলো বিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর ভট্টাচার্য নোটিশ করে জানান ‘সরকারী নীতি অনুসরণ করে এবং ডিআই (কলকাতা) স্যারের নির্দেশ অনুসারে, মডার্ন স্কুল ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, এই সেশন থেকে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট ফি ২৪০ টাকা নেওয়া হবে। ’
ভর্তি ফি ৫৫০ টাকা জোগাড় করতে না পারায় ক্যানিংয়ে ছাত্রীর আত্মঘাতী হওয়ার ঘটনার আবহে সরকার পোষিত পার্কসার্কাস সেভেন পয়েন্ট সংলগ্ন মনোরঞ্জন রায় চৌধুরী রোডের মডার্ন স্কুলে ভর্তির ক্ষেত্রে ১৬০০ টাকা ডোনেশন নেওয়ার অভিযোগ ওঠে। জানা যায়, পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তির ক্ষেত্রে ২৪০ টাকা নেওয়া হলেও নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ভর্তির ক্ষেত্রে ডোনেশন বাবদ নেওয়া হচ্ছিল ১৬০০ টাকা সঙ্গে আরও ২০০ টাকা। বছরের শুরুতেই মডার্ন স্কুলে নবম দশম শ্রেণীর ভর্তির ক্ষেত্রে ছাত্রদের থেকে নেওয়া হচ্ছিল মোট ১৮০০ টাকা, যে টাকা জোগাড় করতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন পার্কসার্কাস এলাকার অসহায় দরিদ্র শিক্ষার্থীদের পরিবার।অনেক পরিবার জানিয়েছিলেন ছেলেকে ভর্তি করতে গিয়ে এখনো বইপত্রও কিনে দিতে পারিনি। এই ঘটনা শিক্ষা মহলে সমালোচনার বিষয় হয়ে দাঁড়ায়। খবরটি গত বুধবার ফলাও করে প্রকাশিত হয় দৈনিক ‘আপনজন’ পত্রিকায়। এরপরই নড়ে চড়ে বসে প্রশাসন। অবশেষে নোটিশ দিয়ে মডার্ন স্কুল কর্তৃপক্ষ জানিয়ে দিল, এই সেশন থেকেই পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট ফি ২৪০ টাকা। কার্যত সম্পূর্ণ ডোনেশন প্রত্যাহার করে নিলেন বিদ্যালয় কর্তৃপক্ষ। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত শিক্ষার্থীরা এবার থেকে সরকারি নির্দেশিকা অনুযায়ী মাত্র ২৪০ টাকার বিনিময়ে ভর্তি হতে পারবেন। শুধু তাই নয়, কেউ টাকার অভাবে ভর্তি না হতে পারলে তাকে মানবিক দৃষ্টিকোণ থেকে সহায়তা করা হবে বলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন।
ডোনেশন প্রত্যাহার প্রসঙ্গে বৃহস্পতিবার ‘আপনজন’ প্রতিনিধিকে মডার্ন স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর ভট্টাচার্য জানান, ‘শিক্ষার্থীদের আর্থসামাজিক পরিস্থিতির কথা বিবেচনা করে সরকারি নীতি অনুসরণ করে ডিআই (কলকাতা) স্যারের নির্দেশ অনুসারে মডার্ন স্কুল ম্যানেজিং কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সমস্ত শিক্ষার্থীরা এবার থেকে ২৪০ টাকা দিয়ে ভর্তি হতে পারবে। ইতিমধ্যে যাদের ভর্তি সম্পন্ন হয়েছে তাদের কাছ থেকে ডোনেশন হিসাবে নেওয়া অতিরিক্ত টাকা আমরা ফেরত দেব।’ প্রসঙ্গত দীপঙ্কর বাবু আরও বলেন, ‘২০১৯ সালে আমি প্রধান শিক্ষক হিসাবে যুক্ত হওয়ার পর ভর্তি ফি কমানো হয়েছিল। তবে অতিরিক্ত যেটুকু টাকা নেওয়া হতো তা বিদ্যালয়ের স্বার্থেই, শিক্ষার্থীদের সেই টাকার রশিদ প্রদান করা হতো, সময়মতো অডিট হত, সবটাই কাঁচের মতো স্বচ্ছ। এখানে দুর্নীতির কোনো স্থান নেই। শিক্ষা এবং শিক্ষার্থীই আমাদের কাছে মূল বিষয়, শিক্ষার্থীদের উন্নত পরিষেবা প্রদানের ক্ষেত্রেই এই টাকা ব্যয় করা হতো। তবে অসহায় দরিদ্র শিক্ষার্থীদের আমি প্রথম থেকেই ব্যক্তিগতভাবে সহায়তা করি, আমার স্কুলের শিক্ষক মন্ডলীও এটা করে। তবে এই সেশন থেকে ভর্তির ক্ষেত্রে নতুন নিয়ম অনুযায়ী সকল শিক্ষার্থীদের খুবই সুবিধা হবে।’ বৃহস্পতিবার বিদ্যালয় কর্তৃপক্ষের ডোনেশন প্রত্যাহারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবকরা। তাঁদের কথায়, ‘ছেলেকে পড়াতে আর চাপ নিতে হবে না, ধন্যবাদ জানাই স্যারদের।’
‘টাকার অভাবে কোনো ছাত্র যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়’ চাইছেন স্যাররাও। তবে শুধু মডার্ন স্কুল নয় অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ উঠছে রাজ্যের বিভিন্ন স্কুলের বিরুদ্ধেও। যদিও কলকাতার কোনও স্কুলের বিরুদ্ধে এমন অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কলকাতা ডিআই সঞ্জয় চট্টোপাধ্যায়ের। ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলার ডিআই বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছেন ২৪০ টাকার বেশি ভর্তি ফি নেওয়া যাবে না। সরকারি বিদ্যালয়েই সরকারি নির্দেশিকা উপেক্ষা করে অতিরিক্ত ফি নেওয়ার বিষয়টি ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের কানে পৌঁছেছে বলে জানা গিয়েছে। নবান্ন সূত্রে খবর এ মর্মে খুব দ্রুত নির্দেশিকা জারি হতে পারে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct