আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ১০ একর এলাকা থেকে ছড়িয়ে পড়া এই দাবানলে কয়েক ঘণ্টার মধ্যে ২৯০০ একরেরও বেশি এলাকা পুড়ে গেছে।
এছাড়া আগুনে বহু বাড়িঘর ও গাড়ি ভস্মীভূত হয়েছে। ফায়ার চিফ ক্রিস্টিন ক্রাউলি জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় ৩০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে। ১৩ হাজার ভবন এখনো আগুনের হুমকির মুখে রয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া দাবানলের ভিডিও ফুটেজে প্যাসিফিক প্যালিসেডেস এলাকায় আগুন জ্বলতে দেখা যাচ্ছে এবং বাসিন্দারা তাদের গাড়ি ছেড়ে আগুন থেকে বাঁচতে পালিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং ঘণ্টায় ৫০ মাইল (৮০ কিলোমিটার) গতির দমকা বাতাস ও অত্যন্ত শুষ্ক অবস্থার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার চিফ অ্যান্থনি মারোন জানিয়েছেন, প্যাসিফিক প্যালিসেডস এখনো বিপদমুক্ত নয়। ক্যালিফোর্নিয়ায় লাখ লাখ মানুষ রেড অ্যালার্টের অধীনে রয়েছে, যার অর্থ সেখানে আগুন ছড়িয়ে পড়ার মারাত্মক ঝুঁকি রয়েছে। এমন পরিস্থিতিতে দাবানল আরো বিস্তৃত হতে পারে। কর্মকর্তারা জানিয়েছেন, রাতে আগুন আরো তীব্র হতে পারে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct