চন্দনা বন্দ্যোপাধ্যায় , সোনারপুর, আপনজন: বাড়ির একাংশ থেকে তেল বেরনো নিয়ে হইচই রাজপুর সোনারপুর পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডে।আর এই ঘটনা চলে আসছে এক বছর ধরে। রাজপুর সোনারপুর পৌরসভার নরেন্দ্রপুর থানার এলাকায় ১২৩ ফরতাবাদ রোডের মজুমদার পাড়ায় রতন সরকারের বাড়িতে এই ঘটনায় হইচই হতেই যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের প্যাথলজি বিভাগের সদস্যেরা আসেন। তাঁরা নমুনা সংগ্রহ করে জানিয়েছেন,এখানে খনিজ কোন পদার্থ নেই।
তারপরেও মঙ্গলবার ওই বাড়িতে নমুনা সংগ্রহ করতে আসেন ও এন জি সির কয়েকজন আধিকারিক। তাঁরা এদিন ঐ বাড়ির তেল পড়ার ওই অংশ থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে এবং সেটি পরীক্ষাগারে পরীক্ষা করার পরেই জানা যাবে আসল কারণ। রাজপুর সোনারপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রতন সরকার। তাঁরা প্রায় ৫০ বছরের বেশী সময় ধরে এই বাড়িতে বসবাসকরছেন। বছরখানেক আগে তাঁরা খেয়াল করেন তাদের বাড়ির একাংশ থেকে তেল বের হচ্ছে। বিষয়টি তাঁরা জানান স্থানীয় পুরসভা, যাদবপুর বিশ্ববিদ্যালয় ও নরেন্দ্রপুর থানায়। যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের নমুনা বিশেষজ্ঞ তুহিন ঘোষ নমুনা পরীক্ষার জন্য এদিন বাড়িতে আসেন।
ঘটনাস্থলে যান রাজপুর সোনারপুর পুরসভার প্রতিনিধি ও নরেন্দ্রপুর থানার পুলিশ। পুরসভার আধিকারিকদের সাথে কথা বলার পাশাপাশি পরিবারের সাথেও কথা বলেন তাঁরা। আর এই ঘটনায় শোরগোল পড়ে গেছে এলাকায়।ভীড় করছেন আশেপাশের এলাকার মানুষ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct