দেবাশীষ পাল , মালদা, আপনজন: মঙ্গলবার সকালে মালদহ জেলার গাজোল ব্লকে প্রায় ৫ কোটি ১৩ লক্ষ্য টাকা ব্যয়ে তিনটি রাস্তার শিলান্যাস করা হল। হেল্থ সাবসেন্টাের তৈরি শুভ উদ্বোধন করা হল যার খরচ ১০ লক্ষ টাকা।
এদিন এই উদ্বোধনে উপস্থিত ছিলেন, জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন,গাজোলের বিডিও সুদীপ্ত বিশ্বাস,জয়েন্ট বিডিও সুব্রত শ্যামল, গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ অন্যান্যরা। জানা গিয়েছে,এদিন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে বৈরগাছি গ্রাম পঞ্চায়েতের বাকমোড় থেকে রাইকাদিঘি মিলের ১৩১৫ মিটার রাস্তা, দেওতলা গ্রাম পঞ্চায়েতের কুলিপুকুর থেকে নকরা পুরি ১৬৮০ মিটার রাস্তা, আলালের ইন্দ্র সহিল থেকে আদিবাসী পাড়া ২৪৫৫ মিটার রাস্তার শিলান্যাস করা হল। সব মিলিয়ে যার আনুমানিক মূল্য পাঁচ কোটি ১৩ লক্ষ টাকা।রাস্তা বহুদিন ধরে বেহালা অবস্থা থাকায়, অবশেষে রাস্তা তৈরীর কাজ শুরু হচ্ছে যার জেরে খুশি এলাকায় সাধারণ মানুষ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct