সেখ রিয়াজুদ্দিন , বীরভূম, আপনজন: রাজনগর ব্লকের কাষ্ঠগড়া গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে প্রায় ছ ফুট লম্বা অজগর উদ্ধার করল বনদপ্তরের কর্মীরা । যা নিয়ে গ্রাম জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা যায় রাজনগরের কাষ্ঠগড়া গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের পাশে মঙ্গলবার দুপুরে স্কুলের ছাত্র-ছাত্রীরা টিফিনের সময় বিদ্যালয় প্রাঙ্গণে খেলছিল। সে সময়ই তাদের চোখে পড়ে ওই বিশাল আকারের অজগরটি। ফলে বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা আতঙ্কিত হয়ে পড়ে। এরপর বিদ্যালয়ের শিক্ষকরা রাজনগর বনদপ্তরকে খবর দেন। রাজনগর বনদপ্তরের দুই বনকর্মী বিমল মাহাতো, এবং সনাতন মাহাতো সহ আরো দুই কর্মী ওই বিদ্যালয়ের পাশে গিয়ে সেখান থেকে প্রায় ছয় ফুট লম্বা অজগরটি উদ্ধার করেন। এরপর অজগরটিকে রাজনগর বনদপ্তরের অফিসে নিয়ে আসা হয় এবং সেখানে অজগরটির স্বাস্থ্য পরীক্ষা করার পর লোকালয় থেকে দূরে নিরাপদ আশ্রয়ে পুনর্বাসন দেন বন কর্মীরা। উল্লেখ্য কাষ্ঠগড়া প্রাথমিক বিদ্যালয়ের পাশেই রয়েছে ঘন জঙ্গল। সেখান থেকেই সম্ভবত খাবারের খোঁজে অজগরটি বিদ্যালয়ের কাছাকাছি এসে পড়েছিল বলে অনুমান করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct