অমরজিৎ সিংহ রায় , বালুরঘাট, আপনজন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি অবৈধভাবে পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ, তাঁর ছবি দেখিয়ে লোন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একটি অ্যাপের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় লোনের বিষয়টি প্রচার করা হচ্ছে। বিষয়টি নজরে আসতেই এবিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে দলের তরফে।
জানা গিয়েছে, একটি অ্যাপসের মাধ্যমে মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে ঋণ দেয়া হবে বলে প্রচার চালানো হচ্ছে। সেখানে উল্লেখ করা হচ্ছে সম্পূর্ণ সুদ ছাড়াই লোন দেয়া হচ্ছে। বিষয়টি নজরে আসতেই এদিন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন মিয়া বালুরঘাট সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অন্যদিকে, অভিযোগ পেতেই পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফে। মূলত কারা এর পেছনে রয়েছে, দ্রুত সেই বিষয়টি উদঘাটন করে তাদের শাস্তির দাবি জানিয়েছেন তৃণমূল নেতা মফিজ উদ্দিন মিয়া।
এ বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন মিয়া বলেন ‘আমাদের দলনেত্রীর ছবি ব্যবহার করে এটি অ্যাপ্স তৈরি করে মানুষকে প্রতারিত করবার চেষ্টা করা হচ্ছে। বলা হচ্ছে ৪০ হাজার টাকা করে লোন দেয়া হবে। দলের কিংবা আমাদের নেত্রীর অনুমতি ছাড়া এরকম ভাবে কোন ছবি ব্যবহার করা যায় না। এটা একরকম আইনত অপরাধ। এইভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এই প্রতারণার যে চক্র, সেই চক্রকে চিহ্নিতকরণ করে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হোক। এজন্যই আজ আমরা লিখিত অভিযোগ দায়ের করলাম দলের তরফে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct