চন্দনা বন্দ্যোপাধ্যায় , জয়নগর, সুভাষ চন্দ্র দাশ , ক্যানিং, আপনজন: দীর্ঘ প্রতীক্ষার হল অবসান। মঙ্গলবার সাগরদ্বীপ থেকে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের মধ্যে দিয়ে চালু হয়ে গেল সুন্দরবনের তিনটি ব্লকের সংযোগকারী নলগোড়া সেতু। জয়নগর দু’নম্বর ব্লকের নলগোড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মণিনদীর উপর এই সেতুটি নির্মাণ হয়েছে।
সেতুর দৈর্ঘ্য ৬৭.২৮ মিটার,প্রস্থ ১২ মিটার,প্রকল্পের জন্য ব্যয় হয়েছে ১০.৭৬৫ কোটি টাকা। প্রকল্পের কাজ শেষ হয় ২০২৪ এ।
দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং-১ নম্বর ব্লকের ও জয়নগর-১ নম্বর ব্লক সীমান্তবর্তী পিয়ালি নদীর তীরে বাম আমলে সুন্দরবন উন্নয়ন পর্ষদের উদ্যোগে ধোসাহাট সেতুর কাজ শুরু হয়েছিল ২০১০ সালের ৭ জানুয়ারি।শিলান্যাস করেছিলেন তৎকালীন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলী। ক্যানিং ও জয়নগর মধ্যস্থ পিয়ালী নদীর উপর থাকা সেতুর কাজ কয়েক বছরের মধ্যে শেষ হয়। এই সেতুটি চালু হওয়ার পরে রায়দীঘি ও কুলতলির বিধানসভার কয়েক লক্ষ মানুষের যাতায়াতের পথ আরও সুগম হল। এখন থেকে খুব কম সময়ে কুলতলি ও রায়দীঘির মানুষ একদিক থেকে আর এক দিকে যেতে পারবে।সেতু সুচনা হওয়ায় ক্যানিংয়ের হাটপুকুরিয়া, দাঁড়িয়া, ভলেয়া, ডেভিসাবাদ, পাঙ্গাশখালি, সাতমুখী, বদুকুলা, আমতলা, হেড়োভাঙ্গা, গোলাবাড়ি ও জয়নগরের তিলপি, ধোসা, চন্দনেশ্বর, উত্তরভাগ, বারুইপুর, গোচারণ, দক্ষিণ বারাসাত, মগরাহাট এলাকার হাজার হাজার মানুষ উপকৃত হবেন।সরকারি ভাবে এই সেতুটি নির্মাণের দায়িত্ব পেয়েছিল হুগলির রিভার ব্রিজ কমিশন। তবে কমিশন সেই কাজের বরাত দিয়ে ছিল একটি বেসরকারি সংস্থাকে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাগরদ্বীপ থেকে ভার্চুয়াল উদ্বোধনের সময় নলগোড়ায় একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলতলির বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল, রায়দিঘির বিধায়ক ডা. অলক জলদাতা, মথুরাপুর ২ নং বিডিও ড. নাজির হোসেন, জয়নগর ২ নং বিডিও মনোজিত বসু, কুলতলি থানার আইসি ফারুক আহমেদ, জয়নগর ২ নং পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ প্রদ্যুৎ অধিকারী সহ আরো অনেকে।এদিন এ ব্যাপারে কুলতলির বিধায়ক গনেশ চন্দ্র মণ্ডল বলেন, নলগোড়ার এই সেতুটি বাম আমলে দীর্ঘদিন অবহেলায় পড়ে ছিল এবং কাজগুলি সম্পন্ন হয়নি।আমি বিধায়ক নির্বাচিত হওয়ার পর সুন্দরবন দফতরের আর্থিক সহযোগিতা এবং এইচ আর বি সি উদ্যোগে কাজটিকে শেষ করাই। আর এটি চালু হওয়ায় বহু মানুষ উপকৃত হবেন। রায়দীঘির বিধায়ক ডা: অলক জলদাতা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সুন্দরবনের যোগাযোগের আর ও একটি সেতুর উদ্বোধন হয়ে গেল।আর এই সেতুর মধ্যে দিয়ে দুটি বিধানসভার মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নত হলো।আর এই সেতু চালু হওয়ায় খুশি নলগোড়া এলাকার মানুষ। অন্যদিকে ১০ কোটি ৭৪ লক্ষ টাকা ব্যয়ে সুন্দরবন উন্নয়ন পর্ষদের সহায়তায় জয়নগর ও ক্যানিং থানা সংযোগকারী ঢোষা সেতুর উদ্বোধন হয়ে গেল। এদিন এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর ১ নং ব্লকের ঢোষায় উপস্থিত ছিলেন বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সরদার, জয়নগর ১ নং বিডিও পূর্ণেন্দু স্যানাল, জেলা পরিষদ সদস্য তপন কুমার মন্ডল,জয়নগর ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস, সহকারী সভাপতি সুহানা পারভীন বৈদ্য সহ আরো অনেকে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct