এম মেহেদী সানি , কলকাতা, আপনজন: ‘অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডে’র সদস্য মনোনীত হয়েছেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক, মাওলানা মুহাম্মাদ কামরুজ্জামান। সূত্রে খবর, আগামী সোমবার কলকাতায় বোর্ডের তরফে সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে মাওলানা মুহাম্মদ কামরুজ্জামানকে সদস্যের দায়িত্বভার অর্পণ করা হবে। জানা গিয়েছে, ২০২৪ সালের নভেম্বর মাসে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ঊনিশতম সভা ডেকে আগামী তিন বছরের জন্য মুহাম্মাদ কামরুজ্জামানকে মনোনীত করা হয়। পরবর্তীতে ১০ই ডিসেম্বর মুহাম্মাদ কামরুজ্জামানের সম্মতি চেয়ে বোর্ডের তরফে প্রস্তাব পত্র পাঠানো হয়। মুহাম্মাদ কামরুজ্জামান জানান, ‘২১শে ডিসেম্বর শুক্রবার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রস্তাব পত্র পেয়ে ২৭ শে ডিসেম্বর শুক্রবার আমি আমার সম্মতির কথা জানিয়েছি। ৩০ শে ডিসেম্বর সোমবার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফে টেলিফোনের মাধ্যমে আমার সম্মতি পত্র গ্রহণের কথা জানানো হয়। পরের দিন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্যদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে যুক্ত করে নিয়েছেন। বোর্ডকে আমি ধন্যবাদ জানায় আমাকে মনোনীত করার জন্য। পাশাপাশি মুসলিম পার্সোনাল ল-এর সুরক্ষা, সমস্ত মুসলিম সংগঠনের মধ্যে ঐক্য স্থাপন, শরীয়ত সুরক্ষা, প্রভৃতি ক্ষেত্রে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশ অনুযায়ী কাজ করব।’
ইতিমধ্যেই বাংলা থেকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্যদের তালিকায় রয়েছেন, মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, মাওলানা ইসহাক মাদানী, শেখ হায়দার আলী, মাওলানা নিয়ামত হোসেন হাবিবি, ক্বারী ফজলুর রহমান, জামিল মানজার, মওলানা আবু তালিব রহমানি, মুফতি নিমাতুল্লাহ, হাজি নিয়াজ আহমেদ, নুরজাহান শাকিল, সুবহি আজিজ, উজমা আলম, ডা. নিলাম গাজালা প্রমুখ। এবার সেই তালিকায় নতুন সংযোজিত হলো মাওলানা মুহাম্মাদ কামরুজ্জামানের নাম। সংখ্যালঘু বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে ও তৎকালীন মাদ্রাসার ছাত্র আন্দোলনের নেতৃত্ব হিসাবে বাংলায় সুপরিচিত নাম মাওলানা কামরুজ্জামান। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের আনা প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিল-২০২৪ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন সংখ্যালঘু সংগঠনের যৌথ উদ্যোগে কলকাতার ধর্মতলায় মহা সমাবেশও অনুষ্ঠিত হয়। যেখানে মুখ্য উদ্যোক্তা হিসাবে ছিলেন মাওলানা কামরুজ্জামান। সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে তিনি শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, এবং সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। এবার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্যদের তালিকায় স্থান পেলেন তিনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct