সঞ্জীব মল্লিক , বাঁকুড়া, আপনজন: উড়াল পুল তৈরী হওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে ২০ টি গ্রাম, আন্ডারপাস তৈরীর দাবীতে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ ২০ টি গ্রামের পড়ুয়া থেকে সাধারণ মানুষের ।
উড়ালপুল তৈরী হওয়ায় বিষ্ণুপুর শহরের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে রেল লাইনের অপর পাড়ে থাকা প্রায় ২০ টি গ্রাম। আন্ডারপাস তৈরীর দাবীতে বারংবার রেল ও প্রশাসনের দ্বারস্থ হয়েও লাভের লাভ কিছুই হয়নি। আর তার জেরে এবার ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ল ওই ২০ টি গ্রামের স্কুল পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।
বাঁকুড়ার বিষ্ণুপুর স্টেশনের কাছে দীর্ঘদিন ধরে একটি রেল ফটক ধরে বিষ্ণুপুর শহরে যাতায়াত করতেন রেল লাইনের অপর পাড়ে থাকা কুসুমবনি, ঝরিয়া, বনকাটি, কামারবাঁধ, হারাবতি, দ্বাদশবাড়ি, কাঁটাবাড়ি সহ প্রায় ২০ টি গ্রাম। এই গ্রামগুলির মানুষ শিক্ষা থেকে স্বাস্থ্য সমস্ত বিষয়েই নির্ভরশীল বিষ্ণুপুর শহরের উপর। এতদিন রেল ফটক দিয়ে সহজেই বিষ্ণুপুর শহরে যাতায়াত করত ওই গ্রামগুলির স্কুল কলেজ পড়ুয়া থেকে কৃষজীবী মানুষজন। কিন্তু বছর খানেক আগে সেই রেল ফটক বন্ধ করে সেখানে উড়ালপুল চালু করা হয়। আর এতেই চূড়ান্ত সমস্যায় পড়েন ওই ২০ টি গ্রামের মানুষ। উড়ালপুল দিয়ে রেল লাইন পারাপার করতে গিয়ে মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। অগত্যা অনেক ঘুরপথে গ্রামগুলির স্কুল কলেজ পড়ুয়া থেকে সাধারণ মানুষ নিত্য দিনের প্রয়োজনে বিষ্ণুপুরে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। অবিলম্বে উড়ালপুল সংলগ্ন এলাকায় আন্ডারপাস তৈরী করার দাবীতে আন্দোলন চালিয়ে আসছেন ওই গ্রামগুলির বাসিন্দারা। বারংবার দাবী পূরণের জন্য রেল ও প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা। কিন্তু তারপরেও দাবীপূরণ না হওয়ায় আজ ৬০ নম্বর জাতীয় সড়কে বিষ্ণুপুরের উড়ালপুলের মুখে রাস্তায় বসে অবরোধ শুরু করে স্থানীয় স্কুল পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। আন্ডারপাসের লিখিত প্রতিশ্রুতি না মেলা পর্যন্ত জাতীয় সড়ক অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে সকাল থেকে অবরুদ্ধ হয়ে থাকায় ব্যস্ততম ৬০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে রয়েছে। পরে সাধারণ মানুষরা বিষ্ণুপুর স্টেশনে এসে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে তাদের একটাই দাবি দ্রুত তাদের সমস্যার সমাধান করতে হবে ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct