আপনজন ডেস্ক: ফ্রান্সের অতি-ডান রাজনীতিবিদ জিন-মারি লা পেন ৯৬ বছর বয়সে মারা গেছেন। বার্তা সংস্থার এএফপি পারিবারিক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে আইসিইউ’তে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয় বলে তার পরিবার জানিয়েছে। চরম ডানপন্থী লা পেন ১৯৭২ সালে ফরাসি অতি-ডান জাতীয় ফ্রন্ট পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ২০০২ সালে জ্যাক শিরাকের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনেও প্রতিদ্বন্দ্বীতা করেন। লা পেনের কন্যা, মেরিন, ২০১১ সালে দলের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে তিনি দলটিকে ন্যাশনাল র্যালি হিসেবে পুনঃব্র্যান্ডিং করেছেন, এটিকে ফ্রান্সের প্রধান রাজনৈতিক শক্তিগুলোর একটিতে পরিণত করেছেন। জর্ডান বারডেলা, যিনি ২০২২ সালে মেরিন লা পেনের স্থলাভিষিক্ত হন, বলেছিলেন যে জিন-মেরি ‘সর্বদা ফ্রান্সের সেবা করেছেন’ এবং ‘তার পরিচয় এবং সার্বভৌমত্ব রক্ষা করেছেন’। দূর-ডান জাতীয়তাবাদী এরিক জেমুর এক্স-এ বলেছিলেন যে, ‘বিতর্ক এবং কেলেঙ্কারির বাইরে’ লা পেনকে ‘অস্তিত্বের হুমকির মধ্যে লুকিয়ে থাকলেও ফ্রান্সকে সতর্ক করা প্রথম ব্যক্তি’ হিসাবে স্মরণ করা হবে। কয়েক দশক ধরে, লা পেন ছিলেন ফ্রান্সের সবচেয়ে বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তার সমালোচকরা তাকে একজন অতি-ডান ধর্মান্ধ হিসেবে নিন্দা করেছিলেন এবং তার উগ্র মন্তব্যের জন্য আদালত তাকে বেশ কয়েকবার দোষী সাব্যস্ত করেছিল। ২০১৫ সালে হলোকাস্ট নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য তাকে তারই প্রতিষ্ঠিত দল ন্যাশনাল র্যালি থেকে বহিষ্কার করা হয়েছিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct