আপনজন ডেস্ক: সৌদি আরবের মক্কা-মদিনা অঞ্চল ও জেদ্দা শহরে ভারি বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে। সোমবার এ অঞ্চলগুলোতে বজ্রসহ ভারি বৃষ্টিপাত হয়।
মঙ্গলবার দেশটির ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সেন্টারের (এনএমসি) বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, আকস্মিক বন্যার কারণে জেদ্দাসহ বেশ কয়েকটি অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত, বজ্রপাত, ধূলিঝড়ের পূর্বাভাসসহ এ ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া বুধবার পর্যন্ত অব্যাহত থাকবে।
সৌদি আরবের পরিবেশ, জল ও কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বদর প্রদেশের আল-শাফিয়াহতে সর্বোচ্চ ৪৯ দশমিক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এরপর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জেদ্দার আল-বাসাতিনে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct