আপনজন ডেস্ক: দিল্লি বিধানসভার ভোটের দিন ঘোষিত হল আজ মঙ্গলবার। জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, আগামী ৫ ফেব্রুয়ারি ভোট গ্রহণ। ফল ঘোষিত হবে ৮ তারিখে। দিল্লি বিধানসভার মোট আসন ৭০। ভোট হবে এক দিনেই। এবারের ভোটে প্রতিদ্বন্দ্বিতা ত্রিমুখী। শাসক আম আদমি পার্টির (আপ) প্রধান প্রতিদ্বন্দ্বী কেন্দ্রের শাসক দল বিজেপি। তৃতীয় প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস। গত জুন মাসে লোকসভার ভোটে দিল্লিতে কংগ্রেস ও আপ জোট বেঁধেছিল। কিন্তু দিল্লির সাত আসনই দখল করেছিল বিজেপি। এবার কংগ্রেস ও আপ লড়ছে আালাদা আলাদা ভাবে।
লোকসভা ভোটে দিল্লিবাসীর সমর্থন পেলেও গত ২৬ বছর বিজেপি দিল্লির বিধানসভা দখল করতে পারেনি। শেষবার এই কেন্দ্রশাসিত রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী হয়েছিলেন সুষমা স্বরাজ, ১৯৯৮ সালে, মাত্র ৫২ দিনের জন্য। তারপর টানা পনেরো বছর মুখ্যমন্ত্রী ছিলেন কংগ্রেসের শীলা দীক্ষিত। অরবিন্দ কেজরিওয়াল আম আদমি গড়ে মুখ্যমন্ত্রী হন। তারপর দুটি নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হন কেজরিওয়াল। যদিও বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী পদে আছেন আতিশি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct