নিজস্ব প্রতিবেদক , বাদুড়িয়া, আপনজন: দুঃস্থ আদিবাসী শিশু এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে কম্বল বিতরণ করলেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমাজসেবী ‘এসিএবি’ কনভেনার ইসমাইল সরদার । উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া থানার ঘোষপুর আদিবাসী পাড়ায় শিশু, ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করতে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ফ্রি কোচিং করান গোবরডাঙা থানার নিমতলা এলাকার ‘কথাকলি বিকাশ ট্রাস্ট’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা । সেখানে আদিবাসী পাড়ার দরিদ্র অসহায় পরিবারের প্রায় ৪০ জন ছাত্র-ছাত্রী পড়াশোনা করে । বেশ কয়েক দিন থেকে শহরতলি সহ জেলাজুড়ে তীব্র শীত ও কনকনে ঠাণ্ড বয়ে যাচ্ছে । এই ঠান্ডায় ওই কোচিং সেন্টারের শিশু এবং ছাত্র-ছাত্রীদের একটি করে কম্বলের খুবই প্রয়োজন ছিল ৷ ‘আপনজন’ প্রতিনিধির মাধ্যমে এই খবর পৌঁছায় বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমাজসেবী ইসমাইল সরদারের কাছে ৷ খবর পাওয়া মাত্রই দুঃস্থ আদিবাসী শিশু এবং ছাত্র-ছাত্রীদের জন্য কম্বলের ব্যবস্থা করেন ৷ এদিন ইসমাইল বাবু নিজে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের হাতে কম্বল তুলে দেন ৷ মহতী উদ্যোগের জন্য ইসমাইল সরদারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কোচিং সেন্টারের প্রধান সোনালী মিস্ত্রি বলেন, ‘কনকনে ঠাণ্ডায় এই কম্বল আমাদের ছাত্র-ছাত্রীদের খুবই সহায়ক হবে ৷’ ইসমাইল সরদার বলেন, ‘আমার সাধ্যমত আমি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এটা আমার কর্তব্য মনে করি ৷’ সকলকে এমন উদ্যোগে শামিল হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct