সাদ্দাম হোসেন মিদ্দে , রাজারহাট, আপনজন: ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করল উত্তর চব্বিশ পরগনা জেলার রাজারহাটের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের বাগু সপ্তগ্রাম সর্বেশ্বর উচ্চ বিদ্যালয়। শনিবার সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত অনুষ্ঠানে চলে। বক্তব্য, কবিতা, নাটক, গানে, নাচে ডালি সাজানো অনুষ্ঠান টি আয়োজিত হয় বিদ্যালয়ের খেলার মাঠে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোক মালায় সাজানো হয় বিদ্যালয়কে। অতিথি বরণের পাশাপাশি এদিন বিদ্যালয়ের পরীক্ষা ও পর্ষদের পরীক্ষায় স্থানাধীকারি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ জাহানারা বিবি, রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর, কর্মাধ্যক্ষ মালেকা জাদি, রাজারহাটের সমষ্টি উন্নয়ন আধিকারিক গোলাম গৌসুল আজম, বিধাননগর পুলিশ কমিশনারেটের এসিপি মৃত্যুঞ্জয় ব্যানার্জি, রাজারহাট থানার আইসি সৈয়দ রেজাউল কবির, চাঁদপুর অঞ্চলের প্রধান মাধবী রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত দাস প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct