নিজস্ব প্রতিবেদক , বারাসত, আপনজন: রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনটি উৎসবের আকার নিয়েছিল তৃণমূল অনুগামীদের কাছে ৷ এদিন রাজ্যের প্রায় সমস্ত তৃণমূল নেতৃত্ব,কর্মীরা নেত্রীর জন্মদিন পালনে শামিল হন ৷ কেউ কেক কেটে, কেউ সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দিনটি পালন করে ৷ তবে এ দিন অভিনব উদ্যোগ গ্রহণ করেন হাড়োয়া বিধানসভার তৃণমূল নেতা ও দাদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই ৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে হাই এ দিন বারাসাত-২ ব্লকের পাকদহ এলাকার বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের মিষ্টি, ফুল দিয়ে শুভেচ্ছা জানান ৷ কর্মসূচি থেকে আব্দুল হাই বলেন, ‘কেন্দ্রীয় বঞ্চনার পরেও রাজনৈতিক দল, রং না দেখেই রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত প্রাপকদের বাংলার বাড়ি প্রকল্পের আওতায় বাড়ি দিয়েছেন, আমরা গর্বিত ৷ আজ তাই তাঁর জন্মদিনে উপভোক্তাদের শুভেচ্ছা জানালাম, ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা পাওয়া উপভোক্তাদের বাড়িতে গিয়ে কথা বললাম, সমস্যা হলে আমাদেরকে জানানোর অনুরোধ করলাম ৷’ বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি তৈরির পথে স্থানীয় বাসিন্দা সাহানারা বিবি, নাজমূল আমল, আব্দুল জলিল, মনোআরা বেগমরা আব্দুল হাই এর তরফে ফুল, মিষ্টি, শুভেচ্ছা পেয়ে সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ জানান ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct