নিজস্ব প্রতিবেদক , কোচবিহার, আপনজন: পশ্চিমবঙ্গ সোমবার নস্যশেখ উন্নয়ন পরিষদের কোচবিহার জেলা কমিটির আয়োজনে মহা মিছিল ও ডিএম ডেপুটেশন কর্মসূচি সম্পন্ন হয়। কোচবিহার রাসমেলা ময়দানের সার্কাস গ্রাউন্ডে প্রায় দশ হাজারের অধিক নস্যশেখ জনজাতির মানুষ সমবেত হয়ে কোচবিহার শহরের রাজপথ পরিক্রমা করে কোচবিহার জেলা শাসকের দপ্তরে গিয়ে জেলাশাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে মোট ছয় দফা দাবিতে স্মারকলিপি পাঠানো হয়। এই ছয় দফা দাবি গুলো হল:, ভূমিপুত্র স্বীকৃতি, ফাঁসিরঘাটে সেতু নির্মাণ, ওয়াকফ সম্পতি রক্ষণাবেক্ষণ, সংখ্যালঘু এলাকায় সরকারি আবাসিক ইংলিশ মিডিয়াম স্কুল স্থাপন,
ইমাম মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধি, আন এইডেড মাদ্রাসার স্বীকৃতি ও পরিকাঠামো উন্নয়ন।
এদিনের ডেপুটেশন কর্মসূচিতে কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ডেপুটেশন কর্মসূচি ঐতিহাসিক কর্মসূচিতে পরিণত হয়। মিছিলের প্রধান নেতৃত্বে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ডঃ বজলে রহমান, কেন্দ্রীয় সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, কোচবিহার জেলা কমিটির সভাপতি কাওসার আলম ব্যাপারী, জেলা সম্পাদক আবেদ আলী, কোষাধ্যক্ষ রিয়াজুল হক, ওলামা পরিষদ সভাপতি একরামুল হক, কোচবিহার সদর ১ নং ব্লক সভাপতি নুর ইসলাম, সম্পাদক আমিনুর ইসলাম সহ বিভিন্ন ব্লক ও অঞ্চল নেতৃত্বগন আজকের এই মহামিল সফল হওয়ার পিছনে কোচবিহার জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা কোনভাবেই অস্বীকার করা যায় না। এজন্য সংগঠনের তরফে জেলা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct