সাদ্দাম হোসেন , ফালাকাটা, আপনজন: দুই ভাইয়ের গলার স্বর একদম ইকো সাউন্ড। আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের ধনীরামপুর ১ নং অঞ্চলের ফকিরপাড়া এলাকার দুই ভাই মোস্তাফা হোসেন এবং মোস্তাকিন হোসেন ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন থাকায় প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়েছে পরিবারকে। না পড়াশোনা করতে পারে, না খেলাধুলা করে শুধু গোটা দিনই ঘুরে বেড়ায় এবং খিদে পেলেই চলে আসে বাড়িতে, বয়স হতে চলেছে ২১ বছর তবে মানসিকভাবে ঠিক না থাকায় এরকমই রয়েছেন দুজনকেই বেশ কয়েকবার ডাক্তার দেখানো হয়েছিল তবে ছোটবেলা থেকে এই ধরনের থাকায় ডাক্তার বলে দিয়েছে এভাবেই তারা থেকে যাবে তাই পরিবার আর তেমনভাবে চিকিৎসা করায় নি । বাবা দিনমজুরি করে মা গৃহবধূ কোনমতে সংসার চালিয়ে চলে যাচ্ছেন।
তবে দুই ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বাবা এই দুই ছেলেরই কোন সরকারি পরিষেবা পাওয়া যায়নি বলে জানান তিনি। কোনভাবেই যদি তাদের প্রতিবন্ধী শংসাপত্র পাওয়া যেত তাহলে হয়তো ভবিষ্যতে কিছুটা হলেও চলতে পারতো। তবে বহুবার তাদের এই প্রতিবন্ধী শংসাপত্র নিয়ে আবেদন করা হয়ে থাকলেও কোনো সুরাহা পাওয়া যায়নি তাই তারা আশা করছেন ভবিষ্যতে যাতে এই দুই ছেলের প্রতিবন্ধী শংসাপত্র হয়ে যায় এবং সরকার তাদের মুখ তুলে দেখে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct