সজিবুল ইসলাম , ডোমকল, আপনজন: স্কুলে ভর্তি ফি বেশি নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখায় স্কুলের পড়ুয়ারা। পড়ুয়াদের দাবি অন্য স্কুলের ভর্তি ফি কম থাকলেও আমাদের স্কুলের ভর্তি ফি চার শো নেওয়া হচ্ছে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের। তারই প্রতিবাদ করায় স্থানীয় পঞ্চায়েত প্রধান ছাত্রছাত্রীদের মারধর করেন বলে অভিযোগ।
ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে খয়রামারী উচ্চ বিদ্যালয়ে তালা মেরে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশের গাড়ি ভাংচুর করে উত্তেজিত ছাত্রছাত্রীরা। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্কুলের সামনে বিক্ষোভ দেখাচ্ছে ছাত্রছাত্রীরা।
সোমবার দুপুর নাগাদ স্থানীয় বিডিও এবং সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক স্কুলে পৌঁছে বিক্ষোভরত ছাত্র-ছাত্রীদের সাথে আলোচনা শুরু করেন। দীর্ঘ আলোচনার পর সমাধানের রাস্তা বেরনোর পর ছাত্র-ছাত্রীরা আন্দোলন সাময়িক প্রত্যাহার করে নেয়। সন্ধায় ঘটনার পর স্থানীয় প্রধান মিঠুন বিশ্বাসের অফিসে ভিড় করেন স্কুলের পড়ুয়ারা ও অভিভাবকরা। তারা এসে জানান এলাকার কিছু লোক ভুল বুঝিয়ে আমাদের দিয়ে মিথ্যা অভিযোগ করানো হয়েছে, আমরা ভুল করেছি। তাই প্রধানের কাছে এসে ক্ষমা চাইছি। যদিও স্কুলের এক শিক্ষিকা জানান যে স্কুলের ভর্তি বিষয় নিয়ে সমস্যা হওয়ায় স্থানীয় প্রধানকে স্কুলে ডাকা হয় তার পরে সমস্যার শুরু হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং ভর্তি শুরু হয়ে যায়।
স্থানীয় প্রধান মিঠুন বিশ্বাস বলেন, আমি স্কুলে গিয়েছিলাম কিন্তু কোনো ছাত্র কে মারধর করিনি, স্কুলের ভিতরে বেশ কিছু বহিরাগত ছিল সেই জন্য তাদের স্কুল থেকে বের করে দিয়েছিলাম। তার পরে বাম কংগ্রেসের উস্কানিতে পড়ুয়ারা গেটে তালা ঝুলিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছে। আমার কাছে সন্ধ্যা এসে তাদের ভুল স্বীকার করেছে। পরবর্তী সময় অভিভাবকদের নিয়ে আলোচনার মাধ্যমে ফি ঠিক করা হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct