সঞ্জীব মল্লিক , বাঁকুড়া, আপনজন: হাত দিয়েই উঠিয়ে নেওয়া যাচ্ছে পিচ, অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে হচ্ছে গ্রামের পিচ রাস্তা, ক্ষোভ এলাকার মানুষের, রাস্তার কেন এই পরিস্থিতি তদন্ত করে দেখা হবে জানালেন জেলা সভাধিপতি, অভিযোগ সত্য হলে এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ।
বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের কুচিয়াপুর গ্রাম পঞ্চায়েতের ডুমনিশোল গ্রাম সংলগ্ন এলাকায় প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তা সংস্কারের কাজ চলছে বাঁকুড়া জেলা পরিষদের পক্ষ থেকে। সেখানেই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ উঠছে বরাত পাওয়া সংস্থার বিরুদ্ধে। গ্রামবাসীদের দাবি দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল পরিস্থিতি ছিল। এই রাস্তার ওপর হাজার হাজার মানুষ যাতায়াত করে চার থেকে পাঁচটি গ্রামের মানুষের নিত্যদিনের যাতা। স্কুল কলেজের ছাত্র-ছাত্রী থেকে মুমূর্ষু রোগী প্রত্যেককে নিয়ে যেতে হয় এই রাস্তা দিয়ে। প্রশাসনের তৎপরতায় রাস্তার সংস্কারের কাজ শুরু হয় । বরাত পাওয়া সংস্থা অতি নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করছে কাজ করার একদিনের মধ্যেই হাত দিয়েই রাস্তার পিচ তুলে দেওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবেই সংস্থার এই কাজে অখুশি এলাকার মানুষজন।
সমগ্র বিষয় খতিয়ে দেখা হবে জানালেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায়। যদি নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে প্রমাণিত হয় তবে বরাত পাওয়া এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুনরায় রাস্তা মেরামত করা হয়। সরকারি টাকা নয় ছয় করা যাবে না কেউ যদি নিজেদের লাভের জন্য এ কাজ করে সেটা বরদাস্ত করা হবে না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct