সজিবুল ইসলাম , ডোমকল, আপনজন: মুর্শিদাবাদ পুলিশ জেলার একাধিক থানার ওসি ও এস আই দের বদলির নির্দেশএক নজরে দেখে নিন কোন থানার দায়িত্ব কে আসলো।সাগর পাড়া থানার ওসি হয়ে আসছেন খুরশেদ আলম,তিনি এত দিন রাণীতলা থানার ওসি ছিলেন।আর বর্তমান সাগর পাড়া থানার ওসি অরিজিৎ ঘোষ বদলি হয়ে রানিতলা থানার ওসি হয়ে যাচ্ছেন।জলঙ্গী থানার ওসি হয়ে আসছেন দৌলতাবাদ থানার ওসি দীপক হালদার। জলঙ্গী থানার বর্তমান ওসি এস হয়ে যাচ্ছেন কান্দি থানায়। ডোমকল থানার এস আই বিসজিৎ হালদার ওসি হয়ে ভগবান গোলা থানায় যাচ্ছেন, ডোমকল থানার এস আই মৌজাইম হোসেন আই সি হলে যাচ্ছেন গুধিয়া ক্যাম্প মুর্শিদাবাদ পুলিশ জেলায়। কান্দি থানার এস আই শিবনাথ মন্ডল ওসি হয়ে ভরতপুর থানায় যাচ্ছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct