আরবাজ মোল্লা , নদিয়া, আপনজন: দীর্ঘ ১৫ বছর থেকে বন্ধ হয়ে পড়ে রয়েছে গ্রামের একমাত্র সরকারি গ্রন্থাগার। বর্তমানে জঞ্জালে ভরা। ভেতরে পরে থেকে নষ্ট হচ্ছে লক্ষাধিক টাকার বই। পুঁথিগত শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থীরা। ঘটনায় জেলা শাসকের দপ্তর এবং বিধায়কের দ্বারস্থ এলাকাবাসীর।
নদীয়ার শান্তিপুর হরিপুর অঞ্চলের একমাত্র সরকারি লাইব্রেরী সরস্বতী এস.এসি পাঠাগার বর্তমানে জঞ্জালে ভরা। ভেতরে রয়েছে সাপের বাসা। ভেঙে পড়ে রয়েছে লাইব্রেরির বেশ কিছু অংশ।ভোট আসে ভোট যায় কিন্তু প্রতিশ্রুতি থাকলেও লাইব্রেরীর উন্নতি সাধন বা কোনরকম খোলার চেষ্টা করে না প্রশাসন। এমনটাই অভিযোগ একশ্রেণীর শিক্ষিত ব্যক্তিত্বের। এদিন শিক্ষক শিক্ষার্থী সকলে একত্রিত হয়ে সরব হয় লাইব্রেরিটি নবনির্মিত করে খোলার জন্য। প্রশাসনিক গাফিলতির কারণেই আজ ১৫ বছর বন্ধ হয়ে রয়েছে এই সরকারি লাইব্রেরী, অভিযোগ ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষকদের। দ্রুত লাইব্রেরী না খুললে বৃহত্তর আন্দোলনের ডাকও দেন এলাকাবাসী। যদিও লাইব্রেরীর এই অচলাবস্থা নিয়ে শুরু হয়েছে বর্তমানে রাজনৈতিক তরজাও। লাইব্রেরীর এই অচলাবস্থা নিয়ে রাজ্য সরকার এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব কে দায়ী করেছে হরিপুর অঞ্চলের বিজেপির বিরোধী দলনেতা নিজেও। তবে বিজেপির তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি গ্রাম পঞ্চায়েত প্রধানের, তিনি জানান ইতিমধ্যে টেন্ডার ডাকা হয়েছে অতি দ্রুত লাইব্রেরীর কাজ শুরু হবে এবং ছাত্র-ছাত্রীরা সেখানে পড়াশোনা করতে পারবেন। এখন দেখার দীর্ঘ ১৫ বছর পড়ে থাকা লাইব্রেরী আদেও কি এলাকার ছাত্রছাত্রীদের জন্য আবার নতুন করে চালু হবে, নাকি শাসকবিরোধী তরজাতে আটকে থাকবে উন্নতি সাধনের কাজ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct