সুব্রত রায় , কলকাতা, আপনজন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্কুলে পড়াতেন সেই স্কুলটির সংস্কার করা হয়েছে। সেখানেও ইংরেজি পড়ানোর সুযোগ করে দেওয়া হয়েছে। সোমবার চেতলা বয়েজ স্কুলের নতুন রূপে সংস্কারের পর উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় ও রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। ১২৪ বছর পুরনো চেতলা বয়েজ স্কুলের নতুন অধ্যায় শুরু হল সোমবার। চেতলা বয়েজ স্কুলের এখন থেকে ইংরেজি মাধ্যমেও পড়াশোনা করানো হবে। বাংলা মাধ্যমের সঙ্গেই এবার থেকে চেতলা বয়েজ স্কুলে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করানো হবে। নতুন বিল্ডিং - এর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র মেয়র ফিরহাদ হাকিম।সঙ্গে ছিলেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।
এদিন ফিরহাদ হাকিম বলেন, ব্যাঙের ছাতার মতো ইংরেজি মাধ্যম স্কুল খুলছে চারদিকে । অনেক স্কুলে কোয়ালিফাইড টিচার নেই।মুখ্যমন্ত্রী যে স্কুলে পড়াতেন সেই স্কুলটিরও সংস্কার করা হয়েছে। একের পর এক সরকারি স্কুলগুলির সংস্কার করা হচ্ছে। ফিরহাদ হাকিম দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে কোন শ্রেণীবিভক্ত নয়। কাউকে পেছনে ঠেলে দেওয়া নয়। সাধারণ ঘরের ছেলেমেয়েরা তারা যাতে ইংরেজি মাধ্যমে পড়ার সুযোগ পায় তার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাম জমানার দিকে আঙুল তুলে ফিরহাদের মন্তব্য সেই সময় যারা শ্রেণীবিভক্ত করতে বাংলা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছিলেন তাদের ছেলেমেয়েরা কেউ মিশনারী স্কুলের বাইরে কোন সরকারি স্কুলে ভর্তি হয় নি ,পড়াশোনার জন্য। এই ভেদাভেদ ছড়িয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ সরকারি স্কুলগুলিতে ইংরেজি মাধ্যমের মত অর্থাৎ যে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল গুলি আছে তাদের মত পড়াশোনা শুরু করিয়েছেন। যে স্কুলগুলিতে ইংরেজি মাধ্যম শুরু করা হচ্ছে সেখানে ঠিক স্কুলের মতই সমস্ত পরিকাঠামো তৈরি করা হচ্ছে এমন কি ক্লাস গুলিতে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থাও রাখা হচ্ছে। রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, সাধারণ মধ্যবিত্ত পরিবারের অভিভাবকরা সরকারি স্কুল ছেড়ে বেসরকারি স্কুলে তাদের ছেলেমেয়েদের ভর্তি করার প্রবণতা বাড়াচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি স্কুলগুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাওয়ায় তাই বাংলা মাধ্যম চালু রাখার পাশাপাশি ইংরেজি মাধ্যমের পড়াশোনা করানোর সিস্টেম চালু করেছেন। যাতে সরকারি স্কুলে সাধারণ ঘরের ছেলেমেয়েরা ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ পান। অভিভাবকরা সরকারি স্কুলমুখী হন ফের। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও বামা বলে সরকারি স্কুলগুলিতে প্রাথমিক স্তর থেকে ইংরেজি তুলে দেওয়ার বিষয় সমালোচনায় মুখর হন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct