নিজস্ব প্রতিবেদক , ভাঙড়, আপনজন: ভাঙড়ের পরিচয় হোক গোলা বারুদে নয়, রক্তদানে। সেই পরিচয় তুলে ধরতে ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকীর উদ্যোগে ও আইএসএফের ভাঙড় বিধানসভা কমিটির পরিচালনায় গণ রক্তদান শিবিরের আয়োজন করা হয় ভাঙড়ের শোনপুর সবজি বাজারে। আইএসএফ সূত্র জানিয়েছে, এই রক্তদান শিবিরে প্রায় সাড়ে তিন হাজার জনেরও বেশি স্বেচ্ছায় রক্তদান করেন। এই বিশাল সংখ্যক মানুষ রক্তদান করায় উচ্ছ্বসিত নওশাদ সিদ্দিকী বলেন, আজ ভাঙড় প্রমাণ করল তাদের প্রকৃত পরিচয়। তিনি অভিযোগ করেন, যদিও মূলধারার গণমাধ্যমে এই খবর যাবে না। তারা গতানুগতিক লিখে যাবে ভাঙড় হল গুলি, বোমা, বন্দুকের এলাকা। কিন্তু হালফিল ভাঙড় রচনা করছে নয়া ইতিহাস। এই রক্তদান শিবিরের সঞ্চালক ছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী নিজেই।
এদিনের রক্তদান শিবিরে হাজির থাকা বিশিষ্টজনদের মধ্যে
উল্লেখ্যযোগ্য হলেন আইনজীবী শামিম আহমেদ, ফিরদৌস শামিম প্রমুখ। শামিম আহমেদ বলেন, প্রতিক্রিয়াশীল শক্তির কাজ খুন করা, রক্ত ঝরানো। আমাদের কাজ রক্তদান করা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct