আপনজন ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওতে মণিপুরের মেইতি সম্প্রদায়ের সংগঠন আরামবাই টেংগোলের বিরুদ্ধে এক মুসলিম ছেলেকে তার ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে শুকরের মাংস খেতে বাধ্য করার অভিযোগ আনা হয়েছে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ৪ জানুয়ারি। সহকর্মীর শ্লীলতাহানির অভিযোগে আরামবাই টেংগোল হেইনগাং ইউনিট ১৮ বছর বয়সি তম্পকমায়ুম কামাল হাসানের ছেলে তাম্পকমায়ুম আক্তারকে তলব করে বলে অভিযোগ। নির্যাতিতার অভিযোগ, তার ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে তাকে বেঁধে রাখা হয়, মারধর করা হয় এবং শূকরের মাংস খেতে বাধ্য করা হয়। তিনি আরও বলেন, আরামবাই টেংগোল গ্রুপ মেইতেই সম্প্রদায়ের কাছে মাদক বিক্রি করার অভিযোগ এনেছে মুসলিম সম্প্রাদয়ের বিরুদ্ধে। তিনি আরাম্বাই তেংগোলের নেতা করোঙ্গানবা খুমানের বিরুদ্ধে নখ দিয়ে তার হাতে ক্ষত করার অভিযোগও আনেন। এই ঘটনার কারণ সম্পর্কে তিনি বলে, ইম্ফলের কেইশামপতের কাফি ক্যাফেতে কর্মরত তার সহকর্মী জেনিটা মেয়ের সাথে ভুল বোঝাবুঝির কারণে গ্রুপটি তাকে তলব করেছিল। তিনি জানান, জেনিটা ও অন্য এক বন্ধুর সঙ্গে একই ক্যাফেতে কাজ করতেন এবং প্রায়শই নৈমিত্তিক কথোপকথন হত। যখন তিনি মজা করে তার অন্য বন্ধুকে ফোনে বলেছিলেন তিনি জেনিটাকে ভালবাসেন, তখন তার কথাগুলি মেয়েটি ভুল বুঝে তার ভাইদের এবং আরামবাই টেংগোল গোষ্ঠীকে অবহিত করে। তখন ওই গোষ্ঠী ওই যুবককে তলব করে। যখন তিনি গ্রুপের হেইনগাং ইউনিটে যান তখন তাকে মেইতেই এবং মুসলমানদের মধ্যে সম্পর্ক নিষিদ্ধ এ কথা বলা হয়। জেনিতার সাথে তার সম্পর্ক ছিল কিনা সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে মেইতে মহিলার সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেন আক্তার। তখন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং জোর করে শূকরের মাংস খাওয়ানো হয় বলে অভিযোগ। কোয়াকতা জমিয়তে উলামা, অল মেইতেই পাঙ্গাল ইয়ুথ বিষয়টি নিয়ে আরামবাই টেংগোলের নেতৃত্বের সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসছে। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আর্জি জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct