আপনজন ডেস্ক: ১৩ জানুয়ারি থেকে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা শুরু। আর সেই গুরুত্বপূর্ণ মেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয় এক মুসলিম যুবকের নাম করে। পুলিশ ও এটিএস এ নিয়ে তদন্তে নেমে জানতে পারে আসলে এক মুসলিম পড়ুয়ার হিন্দু সহপাঠী মুৃসলিম পরিচয় দিয়ে এই বোমা হুমকি দিয়েছে। তদন্তকালীন উত্তরপ্রদেশ পুলিশ বাহিনী প্রতিবেশী বিহারের পূর্ণিয়া জেলার ভবানীপুর থানার শাদিগঞ্জ এলাকার বাসিন্দা জয় কিশোর জয়সওয়ালের পুত্র একাদশ শ্রেণীর ছাত্র আয়ুশ কুমার জয়সওয়ালকে গ্রেফতার করেছে। অভিযুক্ত একাদশ শ্রেণীর ছাত্র আয়ুশ কুমার জয়সওয়াল, জয় কিশোর জয়সওয়ালের ছেলে। সে সোশ্যাল মিডিয়ায় তার মুসলিম সহপাঠী নাসার পাঠানের নামে ভুয়ো প্রোফাইল তৈরি করে। আপত্তিকর পোস্টে মহাকুম্ভে বিস্ফোরণ ঘটানোর হুমকি দেয়। সেই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। কুম্ভমেলার এসএসপি রাজেশ দ্বিবেদী জানিয়েছেন, মেলা পুলিশ ও সাইবার সেলের একটি যৌথ দল অভিযুক্তের আইপি অ্যাড্রেস ট্রেস করার সময় ওই নাবালককে গ্রেফতার করে। এসএসপি বলেন, অভিযুক্ত তার সহপাঠীর নামে একটি জাল আইডি অ্যাকাউন্ট তৈরি করে এবং মহাকুম্ভে কমপক্ষে ১০০০ ভক্তকে হত্যার হুমকি দিয়ে একটি অবমাননাকর ও উস্কানিমূলক পোস্ট আপলোড করে। মিডিয়ায় বিষয়টি জানাজানি হওয়ার পরে, জানা যায় যে অভিযুক্তরা নেপালে পালিয়ে গেছে। তবে সে বিহারে ফিরে আসার পর পুলিশ বিহারের সহযোগীদের সহায়তায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। ভারতীয় ন্যায় সংহিতা ও তথ্যপ্রযুক্তি আইনের ধারায় মামলা দায়েল করা হযেছে। এসএসপি আরও জানিয়েছেন, রবিবার ওই ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য প্রয়াগরাজে আনা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct