সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং, আপনজন: রবিবার সূর্যাস্তের প্রাক্ মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের ৭০ তম জন্মদিন পালন করে আনন্দে মেতে উঠলেন প্রত্যন্ত গ্রামের মহিলারা।উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসুত ‘লক্ষ্মীর ভান্ডার প্রকল্প’।যা দেশ তথা সমগ্র বিশ্বে সমাদৃত। গত ২০২১ সালে বিধানসভা নির্বাচনের ঠিক প্রাকমুহূর্তে অর্থাৎ ২০২১ এর ফেব্রুয়ারী মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ঘোষনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।২৫ থেকে ৬০ বছর বয়স পর্যন্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। পরিসংখ্যান অনুযায়ী বিগত ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত রাজ্যে ২ কোটি ১৫ লক্ষ ৮৮ হাজার ৭৭৫ জন মহিলা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেয়েছেন। এছাড়াও ৫ লক্ষ ৭ হাজার ২ জন মহিলার নাম ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়েছিল। তথ্য পরিসংখ্যান যাই বলুক,লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা রাজ্যের কোটি কোটি মহিলার পাচ্ছেন এটাই বাস্তব এবং দৃঢ় সত্য। এবার সেই লক্ষ্মীর ভান্ডার টাকা দিয়ে লক্ষ্মী পুজো অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর ৭০ তম জন্মদিন পালন করলেন সুন্দরবনের মহিলারা। বাসন্তী ব্লকের আমঝাড়া পঞ্চায়েতের তালদা সন্তোষপাড়া। রবিবার কেক কেটে মুখ্যমন্ত্রীর ৭০ তম জন্মদিন পালন করলেন সন্তোষ পাড়ার দিপালী গায়েন, লিপিকা গায়েন, সোমা গায়েন,স্বপ্ন গায়েন, শঙ্করী মিস্ত্রী, রঞ্জিতা সরকার, উষা মন্ডল, বীণা সরকাররা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct