বাইজিদ মন্ডল, আলিপুর, আপনজন: পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অধীনে আসন্ন ২০২৫ সালের আলিম ফাজিল হাই মাদ্রাসা বোর্ড পরীক্ষা উপলক্ষে শনিবার দক্ষিণ ২৪ পরগণা জেলার পরীক্ষা ব্যবস্থা সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলাপরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই আলোচনায়, পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত ব্যাখ্যা ও তাৎপর্যপূর্ণ আলোচনা করেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি মাননীয় ড: আবু তাহের কামরুদ্দিন। সূত্র জানা যায় জেলায় এবারে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ১৬টি যা গতবারের থেকে তিনটি কম বলে জানা যায়। পরীক্ষা শুরু হবে আগামী ১০ ই ফেব্রুয়ারি ২০২৫ থেকে এবং চলবে ২৪/০২/২০২৫ তারিখ পর্যন্ত।পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগণা জেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা ব্যাবস্থা যাতে নির্বিঘ্নে ও সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়। সে ব্যাপারে মাননীয় পর্ষদ সভাপতি আলোচনায় উপস্থিত প্রশাসনের অন্যান্য আধিকারিক গণের দৃষ্টি আকর্ষণ করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা বলেন।এদিন উপস্থিত জেলা সংখ্যালঘু আধিকারিক স্বাস্থ্য পুলিশ পরিবহন আধিকারিক ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার বিডিও সাহেব ও অন্যান্য অধিকারিক গণ আলোচনায় অংশগ্রহণ করেন । এছাড়াও এদিনের আলোচনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক মাননীয়া জয়ন্তী জানা, সহকারী বিদ্যালয় পরিদর্শক সোমদত্তা মিত্র মহাশয়া,এস আই ডোমা, এছাড়া মাদ্রাসা পরীক্ষা বিষয়ক পরামর্শ দাতা কমিটির সদস্য তৌহিদ আহমেদ, মতিয়ার রহমান শেখ মঞ্জুর আহমেদ, গোলাম মহিউদ্দিন সফি আলম পাইক প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct