নিজস্ব প্রতিবেদক, তমলুক, আপনজন: পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে নামাল প্রাথমিক বিদ্যালয়ে রবিবার নামাল ও পার্শ্ববর্তী গ্রামের সংখ্যালঘু মায়েদের নিয়ে শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন এলাকার বর্তমান পঞ্চায়েত সদস্য শেখ সাবীর আলী, নন্দকুমার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার রোজিনা সুলতানা, হিউম্যান হেল্প ফাউন্ডেশন এর সেক্রেটারি ও রাষ্ট্রীয় গৌরব সম্মান প্রাপক সেখ মাতিন, পিস সংগঠনের সেক্রেটারি ওমর ফারুক এবং কোষাধ্যক্ষ তৌহিদ আহমেদ খান , এলাকার বিশিষ্ট শিক্ষক মোহাম্মদ হুজাইফা এবং নাসির প্রমুখ।
উক্ত এলাকা থেকে আগত প্রায় ২০০ জন সংখ্যালঘু মায়েদের নিয়ে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল।
সন্তান পালনে এবং তাদের শিক্ষা ও স্বাস্থ্যের গুণগতমান বৃদ্ধির জন্য প্রতিটি মায়েদের ভূমিকা কি হওয়া উচিত এ নিয়ে এদিনের সচেতনতা শিবিরে বিস্তর আলোচনা করেন রোজিনা সুলতানা। সমস্যা ও তার সমাধানের পথ খুঁজে বের করার উদ্দেশ্যে নিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct