সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: রবিবার বিকেলে মুর্শিদাবাদ জেলার জলঙ্গির ফরিদপুর অঞ্চলের কে এন হাই স্কুল মাঠে একঝাঁক অঞ্চল ব্লক নেতৃত্বের উপস্থিতে কেক কাটার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হয়। বিধানসভার বিধায়ক আব্দুর রাজ্জাকের নির্দেশে প্রাক্তন ব্লক সভাপতি আরিফ বিল্লাহ এর উদ্যোগে দক্ষিণ জোনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার,মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান,বিধায়ক আব্দুর রাজ্জাক,ব্লক যুব সভাপতি মোশারফ হোসেন, জেলা সংখ্যালঘু সেলের সভাপতি মিরাজুল সেখ মিনা প্রমুখ। এদিনের মঞ্চে বাম কংগ্রেস ছেড়ে তৃণমূলের পতাকা হাতে ধরেন কয়েকশো কর্মী সমর্থকরা।
যদিও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না ব্লক সভাপতি মাসুম আলী আহমেদ। তা নিয়ে জল্পনা হওয়ায় বিধায়ক আব্দুর রাজ্জাক বলেন কেনো ব্লক সভাপতি দিদির জন্মদিনের অনুষ্ঠানে আসেনি সেটা ব্লক সভাপতি নিজেই বলতে পারবেন। যদি ব্লক সভাপতি মাসুম আলী আহমেদ বলেন আমাকে প্রোগ্রামের বিষয়ে কিছুই জানানো হয়নি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct