আসিফা লস্কর, ডায়মন্ড হারবার, আপনজন: বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা ও রোগ নির্ণয়ের লক্ষ্যে তাঁর সংসদ এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেছিলেন, শনিবার তৃতীয় দিনেও সেখানে ভিড় জমল। অভিষেকের দফতর জানিয়েছে, এ দিন ৪১টি স্বাস্থ্য শিবিরে ১১৩৮৮ জন উপস্থিত হয়েছিলেন, শুক্রবারের তুলনায় যা প্রায় পাঁচ হাজার বেশি। এ দিন ৭০৫৩ জনের স্বাস্থ্য পরীক্ষা, ৬৫৩৭ জনকে ওষুধ দেওয়া হয়েছে। এ ছাড়াও ২৫৩ জনকে স্থানান্তরিত করানো হয়েছে। রোগী স্থানান্তরের ক্ষেত্রে পরিষেবার জন্য রাজ্যের ১২টি মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে যুক্ত করা হয়েছে এই কর্মসূচির সঙ্গে। সম্প্রতি আমতলায় চিকিৎসকদের সম্মেলন থেকে নিজের লোকসভা কেন্দ্রের বাসিন্দাদের জন্য এই প্রকল্পের ঘোষণা করেছিলেন সাংসদ। অভিষেক মাঝেমধ্যেই বলে থাকেন, ‘আমি এক কথার ছেলে, কথা দিলে কথা রাখতে জানি’। বৃহস্পতিবার থেকে শনিবার, টানা তিন দিন ধরে হাতে কলমে তা চাক্ষুষ করলেন ডায়মন্ড হারবার বিধানসভার বাসিন্দারা। ডায়মন্ড হারবার বিধানসভার মোট ৪১টি জায়গায় বাসিন্দাদের জন্য এই স্বাস্থ্য ক্যাম্পগুলির আয়োজন করা হয়েছে। ঘড়ির কাঁটা মেনে তিনদিনই ৪১টি কেন্দ্রে সকাল ৯টা থেকে শুরু হয়েছে স্বাস্থ্য পরীক্ষা। শেষ হওয়ার সময় বিকেল পাঁচটা থাকলেও তা গড়িয়েছে সন্ধে পর্যন্ত। এভাবে তাঁর ডাকে সাড়া দিয়ে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা তুলে দেওয়ার জন্য শিবিরের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়েছেন অভিষেক।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct