দেবাশীষ পাল, মালদা, আপনজন: পঞ্চায়েতের সার্টিফিকেটের জন্য আর ছুটতে হবে না পঞ্চায়েত দপ্তর বা অঞ্চল অফিসে। রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নতুন বছরের শুরুতেই গ্রাম বাংলার মানুষদের জন্য খুশির খবর এনে দিল।
রাজ্য পঞ্চায়েত দপ্তর প্রতিটি অঞ্চল অফিসে নতুন সংযোজন অনলাইনে মিলবে সার্টিফিকেট এই সিস্টেমে আনতে চলেছেন। আগে যেমন পঞ্চায়েত দপ্তরে ঘুরে ঘুরে প্রয়োজনীয় সার্টিফিকেট পেতে কালঘাম ছুটতো। এখন তা আর হবে না সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অনলাইনে এবার থেকে পাওয়া যাবে যাবতীয় প্রয়োজনীয় সার্টিফিকেট এমনটা কিন্তু জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। ইনকাম সার্টিফিকেট হোক কিংবা ক্যারেক্টার সার্টিফিকেট অথবা জাতিগত শংসাপত্রের জন্য প্রধানের সার্টিফিকেট। এরকম মোট ছয় ছয়টি প্রয়োজনীয় জরুরী সার্টিফিকেট পাওয়া যাবে অনলাইনের মাধ্যমে। এর জন্য নির্দিষ্ট ওয়েব সাইটে গিয়ে আবেদন করলেই সাত দিনের মধ্যে মিলবে সার্টিফিকেট এবং ছয় মাসের মধ্যে সে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন উপভোক্তারা। এতে যেমন অনেকটা গ্রাম বাংলার মানুষজনের ক্ষেত্রে সময় সাশ্রয় হবে তেমন আর আগের মতো হয়রানি হতে হবে না।
এদিকে জেলার ১৪৬ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পুরাতন মালদহের ভাবুক গ্রাম পঞ্চায়েত এলাকা ঘুরে সাধারণ মানুষের মতামত জানা গেল। গ্রাম বাংলার সাধারণ মানুষজনের জানান, আগে অঞ্চল অফিসে গিয়ে হয়রানি হতে হত। কখনো প্রধান থাকতেন আবার থাকতেন না, বলতেন আজ হবে না, কাল আসুন পরশু আসুন। এই ভাবেই সমস্যার সম্মুখীন হতে হতো পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের।
তবে নতুন বছরের শুরুতেই পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম চালু হওয়ায় এবার থেকে অনলাইনে পঞ্চায়েতের যাবতীয় প্রয়োজনীয় সার্টিফিকেট পাবেন গ্রাম বাংলার মানুষেরা। প্রধানমন্ত্রীর ডিজিটাল ইন্ডিয়ার অনুকরণে হাঁটতে চলেছে এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কটাক্ষ বিজেপির, যদিও তার পাল্টা সাফাই দিয়েছে তৃণমূলে। অনলাইনে সার্টিফিকেট নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct