এম মেহেদী সানি, হাবড়া, আপনজন: সুস্থ সাংস্কৃতির বিকাশে আদর্শ সমাজ গড়তে এবং সমাজের বিভিন্ন শ্রেণীর মান উন্নয়নে সূচনা হল ‘ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার ফর সোশ্যাল এন্ড কালচারাল ডায়নামিকস’-এর ৷ উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ায় আন্তর্জাতিক সম্মেলন থেকে ওই রিসার্চ সেন্টারের সূচনা করেন বাংলাদেশ ‘আইসিএএলডিআরসি’ এর সভাপতি প্রফেসর লুৎফর রহমান জয় ৷ ‘ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার ফর সোশ্যাল এন্ড কালচারাল ডায়নামিকস’-এর দায়িত্বে থাকা মোশারফ মোল্ল্যা বলেন, ‘সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সার্বিক মানোন্নয়নের ব্যাপারে এই সংস্থা সহায়ক হবে ৷ সংশ্লিষ্ট ক্ষেত্রের গবেষকদের গবেষণাপত্রও সম্পাদনা করা হবে।’ এ দিন সম্মেলন থেকে ‘আমার আশা ফাউন্ডেশনে’র উদ্যোগে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধিত করা হয় ৷ বিশেষভাবে ভূমিকা রাখেন সমাজকর্মী মোশারফ মোল্ল্যা, বাংলাদেশ থেকে আগত প্রফেসর লুৎফর রহমান জয়, সঞ্জীব বসাক, রেজাউল করিম প্রমুখরা ৷ এদিনের মঞ্চ থেকে সংবর্ধিত হন বাংলাদেশের কৃষি উদ্যোক্তা সুমন আহমেদ, শেখর কুমার কাঞ্জিলাল, সুব্রত দে, ডা: নারায়ন রায়, ড. শাহজাহান মন্ডল, নাফিসা শামীম সহ একাধিক সাংবাদিক, সমাজসেবী, এবং বিশিষ্টজন ৷ উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে ক্ষমতার পালাবদল নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে রাজনৈতিক টানাপোড়েনের আবহে দু’দেশের সম্পর্ক অটুট রাখতে সম্মেলনের শুরুতে দু’দেশের জাতীয় সংগীত পরিবেশন এর মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা দেন দু দেশের সংগঠকরা ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct