মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: পড়তে বেরিয়ে আচমকাই নিখোঁজ হয়ে যাওয়া দ্বাদশ শ্রেণির ছাত্র অঙ্কিত ঘোষকে উদ্ধার করল পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার পুলিশ। রবিবার তাকে মেদিনীপুরের ডেবরা থানা এলাকা থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ছাত্রকে গোপন জবানবন্দির জন্য কালনা মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, গত ২৮ ডিসেম্বর নফরতপুর পঞ্চায়েতের ইট খোলাপাড়া এলাকার বাসিন্দা অঙ্কিত পড়াশোনা করতে বের হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় তার পরিবার দুশ্চিন্তায় পড়ে। পরিবারের পক্ষ থেকে নাদনঘাট থানায় নিখোঁজ ডায়েরি করা হয় এবং অপহরণের মামলা দায়ের করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, অঙ্কিতের মোবাইল লোকেশন ট্র্যাক করে দেখা যায়, সে মেদিনীপুরের ডেবরা এলাকায় অবস্থান করছে। তৎক্ষণাৎ নাদনঘাট থানার পুলিশ ডেবরা থানার সহযোগিতায় ওই এলাকা থেকে অঙ্কিতকে উদ্ধার করে। তবে কীভাবে সে মেদিনীপুরে পৌঁছালো এবং কেনই বা সেখানে গিয়েছিল, তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
অঙ্কিতের পরিবারের দাবি, এটি নিছকই নিখোঁজ হওয়ার ঘটনা নয়, এর পেছনে অন্য কোনও রহস্য লুকিয়ে থাকতে পারে। পুলিশও ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখছে এবং অঙ্কিতের বয়ান ও মোবাইলের তথ্য বিশ্লেষণ করে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা করছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct