নিজস্ব প্রতিবেদক, ভাঙড়, আপনজন: ভাঙড়ের পরিচয় অধ্যাপিকাকে যে জগ ছুড়ে মারবে তাকে দিয়ে করব না, ভাঙড়ের পরিচয় হবে ভাঙড়েরর যুবক যুবতীদের দিয়ে। নাম না করে শওকত মোল্লা ও আরাবুলকে এভাবেই কটাক্ষ করলেন নওশাদ সিদ্দিকী।
রবিবার শোনপুর বাজার থেকে বিধায়কের উদ্যোগে রক্তদান শিবির থেকে হুংকার দিয়ে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী আরো বলেন ৮ তারিখে খেলা হবে। ৮ তারিখ ব্যাটাদের কোটে নিয়ে গিয়ে জবাব চাইবো। কোর্টে যেতে বাধ্য করব। ওখানে গিয়ে জবাব চাইব। প্রসঙ্গত কিছুদিন আগে ভাঙ্গর থেকে নওশাদ সিদ্দিকীকে জঙ্গি বলে আখ্যায়িত করেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের অবজারভার শওকত মোল্লা। সেই পরিপ্রেক্ষিতেই তিনি এদিন এ কথা জানান।
আজকের আয়োজিত এই রক্তদান মহোৎসবের প্রায় তিন হাজার জন স্বেচ্ছায় রক্তদান করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct