আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জবরদখল নিয়ে করা বার্তা দিচ্ছে, আর সেখানেই আবারো একটি খেলার মাঠ জোরপূর্বক দখল করার অভিযোগ কয়েকজন প্রোমোটারের বিরুদ্ধে। ঘটনায় থানার দারস্থ এলাকার মানুষ। শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের অন্তর্গত বিবেকানন্দ নগর দক্ষিণ পাড়া এলাকার ঘটনা। জানা যায় ওই এলাকায় অগ্রগামী সংঘ ক্লাবের সদস্যরা ক্লাব সংলগ্ন একটি ফাঁকা জায়গা মাঠ হিসাবে ব্যবহার করছে প্রায় ২৫ বছর ধরে। যেখানে সারা বছরই বিভিন্ন অনুশীলন থেকে শুরু করে ফুটবল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়, অংশগ্রহণ করে গ্রামের যুবক থেকে শুরু করে অন্যান্য গ্রামের যুবক রাও। ওই ক্লাবের সদস্যদের দাবি, মাঠ টি মালিকানা না থাকায় ব্যবহার করে ক্লাবের সদস্যরা,কিন্তু বেশ কিছু প্রোমোটার এই মাঠ টিকে জোরপূর্বক দখল করার চেষ্টা করছে।বাধা দিতে গেলে বিভিন্ন হুমকির মুখে পড়তে হচ্ছে ক্লাবের সদস্যদের। এমত পরিস্থিতিতে একাধিক প্রশাসনিক দপ্তরে অভিযোগ জানিও কোন লাভ হয়নি,রবিবার আরো একবার শান্তিপুর থানার দারস্ত হয় ক্লাবের একদল সদস্য।তাদের মূলত দাবী, মাঠের পাশেই রয়েছে আরো কিছুটা অংশ জমি,তারা অর্থর বিনিময় সেইটুকু কিনতে চাইলে তাদের সেখান থেকে বঞ্চিত করা হচ্ছে।অভিযুক্ত প্রোমোটাররা মাঠ সহ মাঠের পাশে বাড়তি জায়গাটুকুও দখল করার চেষ্টা করছে।বর্তমান পরিস্থিতিতে পুলিশ প্রশাসন যদি এর বিহিত না করে তাহলে আগামী দিনে বৃহত্তর প্রতিবাদ ছাড়া কোন রাস্তা নেই তাদের। অন্যদিকে অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct