সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় ভগবানগোলা-১ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। এদিনের অনুষ্ঠানে ব্লক সভাপতি তথা ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার সীমান্ত ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, ‘সীমান্তের ওপার (বাংলাদেশ) থেকে উগ্রপন্থীদের অনুপ্রবেশ ঘটিয়ে বাংলায় নাশকতার অভিসন্ধি করছে কেন্দ্রীয় সরকার। তারা শান্ত বাংলাকে উত্তাল-অশান্ত করতেই ছক কষছে।’ বিধায়কের এই মন্তব্যে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
৫ ই জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লিখিত জন্মদিন। এই দিনটি তৃণমূল কর্মীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে পালন করে থাকে। ভগবানগোলা এক ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগেও রক্তদান শিবির করা হয় রবিবার। শিবিরে ২০৮ জন তৃণমূল কর্মী রক্তদান করেছে। সেইসঙ্গে প্রায় এক হাজার দুঃস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয় এদিন। এদিনের অনুষ্ঠানে বক্তব্যের মাঝে রেয়াত হোসেন সরকার সীমান্ত ইস্যুতে এই বিস্ফোরক দাবি করেন।
যদিও বিজেপি বিধায়ক গৌরী শংকর ঘোষের অভিযোগ, ‘রাজ্য সরকার এবং তৃণমূল বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটিয়ে ভোট ব্যাংক মজবুত করছে।’
পাল্টা উত্তরে বিধায়ক রেয়াত হোসেন বলেন, ‘সীমান্তের সকল দায়-দায়িত্ব বিএসএফের উপর। বিএসএফ পরিচালনা করে কেন্দ্রীয় সরকার। এখানে রাজ্য সরকারের কোন ভূমিকাই নেই।’ দিন কয়েক আগে চরের দুই কৃষককে কাঁটাতার হীন এলাকা দিয়ে তুলে নিয়ে গিয়ে বাংলাদেশিরা বেধড়ক মারধর করেছিল বলে অভিযোগ করেন তিনি। কেন্দ্রীয় সরকার কেন সেইসব এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে না, সে বিষয়েও প্রশ্ন তোলেন বিধায়ক রেয়াত হোসেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct