সুব্রত রায়, কলকাতা, আপনজন: ভারতবর্ষের রাজনীতির দিকে তাকালে দেখা যাবে নেতাজি পৃথক দল করেছিলেন কিন্তু সংসদীয় রাজনীতিতে তিনি ব্যর্থ হন। রবিবার সাংবাদিকদের সম্মেলনে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন, অপ্রিয় সত্যি কথা এটি নেতাজী সুভাষ চন্দ্র বসু আলাদা দল করেও দলীয় রাজনীতিতে সফল হতে পারেন নি। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পৃথক দল গড়ে সিপিএমকে ক্ষমতা থেকে সরিয়ে সফল হয়েছেন দলীয় রাজনীতিতে। কুনাল ঘোষের সাংবাদিক সম্মেলনে প্রদীপ ভট্টাচার্যের মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, কংগ্রেসের থেকে বেরিয়ে এসে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাতে মূল কংগ্রেস।সুভাষচন্দ্র বোস, প্রণব মুখোপাধ্যায়রা পৃথক দল গঠন করেও সফল হননি। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দল গঠন করে সফল হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দল গঠন করেছিলেন বলেই আজ সিপিএমের পতন হয়েছে।কংগ্রেস নেতা প্রদীপদা যা বলেছেন তার দলের দিক থেকে বলেছেন। তিনি বর্ষীয়ান নেতা। বাংলার রাজনীতিতে একক দল গড়ে যে সফলতা পেয়েছে সেটা একমাত্র টিমসি। শিল্পীদের নিয়ে কুনাল ঘোষের বক্তব্য, শিল্পীদের প্রতিবাদ করার অধিকার আছে। তবে প্রতিবাদের সীমা পার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে আক্রমণ করেছে। তাদের তৃণমূল কংগ্রেসর অনুষ্ঠানে প্রবেশ নেই।
বাংলাদেশ থেকে অনুপ্রবেশ প্রসঙ্গে কুনাল বলেন, বিএসএফ কর্তব্য পালন করতে পারছে না।
বাংলাদেশ সীমান্ত রক্ষা বিএসএফের দায়িত্ব। বাংলাদেশেরটা ব্যাপারটা বিএসএফকে দায়িত্ব নিতে হবে। বিহারের কিছু হলে বিহার পুলিশ দায়িত্ব নেবে। বিএসএফকে ব্যবহার করে কেউ ষড়যন্ত্র করছেন কিনা সেটাও দেখার বিষয়।
মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারীর খোলা চিঠি প্রসঙ্গে কুনাল বলেন, ত্রিপুরায় কেন অনুপ্রবেশকরী প্রবেশ করছে। অসম থেকে জঙ্গি ঘাঁটি ধরা পড়ছে।আন্তর্জতিক সীমান্ত দায়িত্ব বিএসএফ- এর। কেন্দ্রের দেখার কথা। বিহার থেকে অস্ত্র নিয়ে ঢুকলে বিহার পুলিশকে দেখতে হবে।
সিপিএমের জেলা সম্মেলন নিয়ে দলের অভ্যন্তরে মতপার্থক্য প্রসঙ্গে কুনাল বলেন, সিপিএম উঠে গেছে। ফেসবুকে বিপ্লব এখন। ডাইনোসরের যুগে চলে গেছে। তৃণমূল কর্মী খুন প্রসঙ্গে শুভেন্দুর বক্তব্য নিয়ে কুনাল বলেন, শুভেন্দু বলুন খুন হল কেনো। পুলিশ এখানে ব্যাবস্থা নিচ্ছে। এই খুন উদ্বেগের। মুখ্যমন্ত্রী পুলিশকে কড়া নির্দেশ দিয়েছে।
পাসপোর্ট জালিয়াতি প্রসঙ্গে কুনাল বলেন, কলকাতা পুলিশের হাতে আর এক বাংলাদেশি গ্ৰেফতার হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct