রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: টানটান উত্তেজনার আবহে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে সম্পন্ন হলো সামশেরগঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্ট। বিধায়ক আমিরুল ইসলামের উদ্যোগে এই খেলা ঘিরে দর্শকদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যায়। ফাইনালে বাংলার বহরমপুর টিমকে ১০২ রানে হারিয়ে জয়লাভ করে ঝাড়খন্ডের দেওঘর টিম। ইন্টারন্যাশনাল লেভেলের সামশেরগঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্ট খেলায় উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামান, জঙ্গিপুর পুলিশ জেলার এসপি আনন্দ রায়, জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান, সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী, বেলডাঙ্গার বিধায়ক মোহাম্মদ হাসানুজ্জামান, জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন, খড়গ্রামের বিধায়ক আশীষ মার্জিত, নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল, রাণীনগরের বিধায়ক সৌমিক হোসেন, ফারাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খাঁন, জঙ্গিপুরের সিআই স্বরূপ বিশ্বাস, সামশেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উদ্বোধনী পর্বের পরেই টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করে বহরমপুর টিম। প্রথমে ব্যাট করে ২২২ রান তুলতে সক্ষম হয় দেওঘর টিম। পাল্টা খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বহরমপুর। একের পর এক উইকেট পতনে নির্দিষ্ট ওভারের আগেই ১০ উইকেট হারিয়ে মাত্র ১২০ রান তুলতে সক্ষম হয় বহরমপুর। জয়লাভের পরেই দর্শকদের ব্যাপক উচ্ছ্বাস লক্ষ করা যায়। সকলের উদ্দেশ্যে বার্তা দেন সাংসদ খলিলুর রহমান। সবশেষে সামশেরগঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে জয়ী টিমকে ১ লক্ষ্য ২৫ হাজার টাকা এবং রানার্স টিমকে এক লক্ষ্য টাকা প্রদান করার সাথে দুই টিমকে ট্রফি দিয়ে সম্মাননা জানানো হয়। ম্যান অফ দ্যা ম্যাচ এবং ম্যান অফ দ্যা সিরিজকেও সংবর্ধিত করা হয়। খেলা শেষে আগামী বছরের ১ লা জানুয়ারি পুনরায় খেলা শুরুর ঘোষণা দেন সামশেরগঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্ট কমিটির পৃষ্ঠপোষক বিধায়ক আমিরুল ইসলাম।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct