আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রেসিডেন্সি ক্ষমতার আর মাত্র ১৫ দিন বাকি। ক্ষমতার শেষ দিকে এসে ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম’ পুরস্কার প্রদান করেছেন তিনি। চলতি বছর সংস্কৃতি, রাজনীতি ও সক্রিয়তার জগতে ছড়িয়ে থাকা ১৯ জন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ এই বেসামরিক সম্মাননা পুরস্কার পেয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (৪ জানুয়ারি) এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করেন তিনি। পুরস্কার পেয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, শেফ জোসে আন্দ্রেস, অভিনেতা মাইকেল জে. ফক্স এবং সংরক্ষণবাদী জেন গুডাল। বাইডেন আরো যাদের এই সর্বোচ্চ মার্কিন বেসামরিক সম্মাননা প্রদান করেছেন, তাদের মধ্যে রয়েছেন মানবতাবাদী ও ইউ২ গায়ক বোনো, ফ্যাশন ডিজাইনার রালফ লরেন, ‘সায়েন্স গাই’ বিল নাই, অভিনেতা ডেনজেল ওয়াশিংটন, বাস্কেটবল তারকা আর্ভিন ‘ম্যাজিক’ জনসন এবং ভোগ ম্যাগাজিনের সম্পাদক আনা উইনটুর। অন্যান্যরা হলেন টিম গিল (এলজিবিটিকিউ অধিকারকর্মী), ডেভিড রুবেনস্টেইন (উদার দাতা এবং দ্য কার্লাইল গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা), জর্জ স্টিভেন্স জুনিয়র (লেখক ও পরিচালক এবং আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা) এবং আন্তর্জাতিক ফুটবল তারকা লিওনেল মেসি। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানান, আর্জেন্টিনীয় খেলোয়াড়ের সময়সূচি জটিলতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। এছাড়া বিনিয়োগকারী ও দাতা জর্জ সোরোসও পুরস্কার পান, যা তার ছেলে অ্যালেক্স তার হয়ে গ্রহণ করেন। বাইডেন মরণোত্তর এই মেডেল প্রদান করেন সিভিল রাইটস কর্মী ফ্যানি লু হ্যামার, প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশ কার্টার, প্রাক্তন অ্যাটর্নি জেনারেল ও মার্কিন সিনেটর রবার্ট এফ. কেনেডি এবং মিশিগানের প্রাক্তন গভর্নর ও হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট সেক্রেটারি জর্জ রোমনিকে। মিট রোমনি তার পিতার পক্ষে এই সম্মান গ্রহণ করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct