আপনজন ডেস্ক: সম্ভলের চান্দৌসির শাহি জামা মসজিদ কমিটি ১৯ নভেম্বর নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। অ্যাডভোকেট কমিশনার গত সপ্তাহে একটি সিলড খামে ট্রায়াল কোর্টে জরিপ প্রতিবেদন জমা দেওয়ার পরে এই পরিস্থিতি ঘটে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ওই রিপোর্টের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন বা চূড়ান্ত কোনও কার্যকর নির্দেশ দেওয়া যায়নি। চলতি সপ্তাহের শেষের দিকে হাইকোর্টে মসজিদ কমিটির আবেদনের শুনানি হওয়ার কথা। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট সম্ভল ট্রায়াল কোর্টকে নির্দেশ দেওয়ার এক মাসেরও বেশি সময় পরে মসজিদ কমিটি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, যতক্ষণ না সমীক্ষা আদেশের বিরুদ্ধে মসজিদ কমিটির আবেদনটি হাইকোর্টে তালিকাভুক্ত হচ্ছে।
মহন্ত ঋষিরাজ গিরি সহ আটজন বাদীর দায়ের করা মামলার ভিত্তিতে সিভিল জজ (সিনিয়র ডিভিশন) আদিত্য সিং এই আদেশ দিয়েছিলেন, যিনি দাবি করেছিলেন যে মসজিদটি ১৫২৬ সালে সেখানে দাঁড়িয়ে থাকা একটি মন্দির ভেঙে নির্মিত হয়েছিল। এই সমীক্ষার ফলে ২৪ নভেম্বর সহিংসতা শুরু হয়, যাতে চারজন নিহত হয়। হিন্দু বাদীদের মতে, আলোচ্য মসজিদটি মূলত ভগবান বিষ্ণুর শেষ অবতার কল্কিকে উৎসর্গীকৃত একটি প্রাচীন মন্দিরের (হরি হর মন্দির) স্থান ছিল। ১৫২৬ সালে মুঘল শাসক বাবরের নির্দেশে মন্দিরটি আংশিক ভেঙে মসজিদে রূপান্তরিত করা হয়।
আইনজীবী হরিশঙ্কর জৈন ও বিষ্ণুশঙ্কর জৈনের মামলায় মসজিদে প্রবেশের অধিকার দাবি করেন। আদালত নিযুক্ত অ্যাডভোকেট কমিশনার রমেশ রাঘব জানিয়েছেন, আদালতের নির্দেশ অনুযায়ী তিনি মুখবন্ধ খামে সমীক্ষা রিপোর্ট জমা দিয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct