আপনজন ডেস্ক: কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি প্রদীপ ভট্টাচার্য বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহিষ্কারের পরিণতি এখনও কংগ্রেসকে ভুগতে হচ্ছে, যা পশ্চিমবঙ্গে তাদের অবস্থানকে দুর্বল করেছে। কলকাতার সন্তোষ মিত্র স্কোয়্যারে ২০২০ সালে প্রয়াত সোমেন মিত্রের আবক্ষ মূর্তির উন্মোচন অনুষ্ঠানে প্রদীপ ভট্টাচার্য বলেন, ১৯৯৭ সালে তৎকালীন সর্বভারতীয় সভাপতি সীতারাম কেশরীর নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারের মূল্য এখনও চোকাতে হচ্ছে। তিনি বলেন, আমি তখন শ্রীরামপুরের সাংসদ ছিলাম। আমি যখন আমার নির্বাচনী এলাকা থেকে কলকাতায় ফিরছিলাম, তখন তৎকালীন প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি সোমেন মিত্র আমাকে ফোন করে বলেন যে মমতাকে বহিষ্কার করতে বলা হয়েছে। আমি এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছি। কিন্তু সীতারাম কেশরীর কাছ থেকে নির্দেশ আসায় সোমেন মিত্র তা কার্যকর করার জন্য চাপে ছিলেন।
তার বক্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শেয়ার হয়েছে। প্রদীপ ভট্টাচার্য যখন মঞ্চে বসেছিলেন তখন তার পাশে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। প্রদীপ ভট্টাচার্য ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত বঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন। তিনি পরপর দু’বার রাজ্যসভার সদস্যও ছিলেন। তিনি বলেন, সিদ্ধার্থশঙ্কর রায় মুখ্যমন্ত্রী থাকাকালীন ১৯৭২ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত শেষবার যে পশ্চিমবঙ্গ শাসন করেছিল, সেই পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থার কথা উল্লেখ করে প্রদীপ ভট্টাচার্য আরও বলেন, আমি জানি না কবে আমরা এই অন্ধকূপ থেকে বেরিয়ে আসতে পারব। যদিও ১৯৭৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বামফ্রন্ট শাসনের সময় কংগ্রেস বাংলায় একটি শক্তিশালী বিরোধী দল ছিল -যে বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস (টিএমসি) ক্ষমতায় এসেছিল সেসময় তাদের রাজ্য থেকে মাত্র একজন লোকসভা সদস্য ছিল।
সংবাদসংস্থা পিটিআই-কে তিনি বলেন, মমতাকে বহিষ্কারের ফলে প্রদেশ কংগ্রেস দুর্বল হয়ে পড়েছে, এবং আমরা এখনও তা থেকে বেরিয়ে আসতে পারিনি। কিন্তু শক্তি ফিরে পেতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সোনিয়া গান্ধী, রাহুল এবং মল্লিকার্জুন খাড়গের মতো আমাদের কেন্দ্রীয় নেতাদের নির্দেশ অনুসরণ করতে হবে। ২০১১ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কংগ্রেসের রাজ্য সভাপতির দায়িত্ব পালন করা প্রদীপ ভট্টাচার্য বলেন, দলকে অবশ্যই নিজেদের ভিত্তি পুনর্গঠনে মনোনিবেশ করতে হবে।
মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এখন তিনবারের মুখ্যমন্ত্রী, কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পরে ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন এবং ২০১১ সালে সিপিআই (এম) নেতৃত্বাধীন বামফ্রন্টের ৩৪ বছরের সরকারকে উৎখাত করে ক্ষমতায় নেতৃত্ব দিয়েছিলেন।
প্রদীপ ভট্টাচার্যের এই মন্তব্যের জেরে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়, যার প্রভাব পড়ে রাজ্য কংগ্রেসের অভ্যন্তরীণ সমীকরণেও।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct