সজিবুল ইসলাম , ডোমকল, আপনজন: মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সাহেবনগর দামোস বিলে রাতের অন্ধকারে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। রাতের অন্ধকারে জেসিবি মেশিন দিয়ে মাটি কাটা চলছে,সেই মাটি চলে যাচ্ছে ইটভাটায়। ঘটনার প্রতিবাদে সাহেবনগর এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। অবৈধভাবে মাটি কাটার ফলে দামোস বিলের পাড় ভেঙে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এভাবে মাটি কাটার ফলে বর্ষার সময় দামোস বিলের পাড় ভেঙে যাওয়ার আশঙ্কা করছে সাধারণ মানুষ। চাষের জমি ভেঙে পড়বে বলেও জানান স্থানীয় বাসিন্দারা। দিনের পর দিন রাতের অন্ধকারে জেসিবি দিয়ে মাটি কাটা হয়। পুলিশ প্রশাসনের মদতেই মাটি কাটা চলছে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশকে বললেও কোন ব্যবস্থা নেওয়া হয় না,ফলে বাধ্য হয়ে শনিবার সকাল দশটা থেকে শেখপাড়া- জলঙ্গী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। রাস্তা অবরোধ হওয়ায় ভোগান্তির মধ্যে পড়েন পথ চলতি সাধারণ মানুষ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসন অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়। তবে অবরোধকারীদের দাবি, অবিলম্বে অবৈধভাবে মাটি কাটা বন্ধ করতে হবে না হলে বৃহত্তর আন্দোলনে পথে নামবো আগামী দিনে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct